KKR: বহু প্রতীক্ষিত আইপিএল ম্যাচ শুরু হতে চলেছে আর কয়েকদিনের মধ্যেই। কেকেআর থেকে শুরু করে চেন্নাই সুপার কিংস, সানরাইজার্স হায়দ্রাবাদ সবকটি দলই দেশ চাপে রয়েছে। ভালো পারফরম্যান্স এর ওপর নির্ভর করছে জয়ের হাসি। আইপিএল খেলার জন্য ক্রিকেট ভক্তরা অপেক্ষা করে থাকে গোটা একটা বছর। তাই ক্রিকেটারদের ওপর চাপ থাকে ভালো খেলার। আজকের এই প্রতিবেদনে আমরা জানতে পারবো কেকেআর টিমের এমন একটি খেলোয়াড় সম্পর্কে যে আবার পুরনো ছন্দে ফিরে এসেছে।
চ্যাম্পিয়ন্স ট্রফিতে অংশ নিতে পারেননি চোটের কারণে। কিন্তু চলতি বছরের আইপিএল ম্যাচ থেকে বাদ পড়েননি এই ক্রিকেটার। কেকেআরের (KKR) হয়ে আইপিএলের প্রস্তুতিতে নেমে একেবারে পুরনো ছন্দে দেখা গেল তাকে। অনরিখ নোখিয়া নিজের পুরনো টিম কেকেআরে ফিরে রীতিমতো আপ্লুত। তিনি যদিও স্পষ্ট জানিয়ে দিয়েছেন যে যখন কোন দল তার পাশে ছিল না তখন কেকেআর তাকে সঙ্গ দিয়েছে। এই নিয়ে দ্বিতীয়বার কেকেআর নিয়েছে নোখিয়াকে। ২০১৯ সালে নেওয়া হলেও চোটের কারণে নাম তুলে নিয়েছিলেন।
কেকেআর অর্থাৎ কলকাতার নাইট রাইডার্স (KKR) গত বছর নোখিয়াকে নিলামে ৬.৫ কোটি টাকায় কিনেছে। রবিবার সমাজমাধ্যমে কেকেআরের একটি পোস্ট হয়েছে এবং সেখানে ভিডিওতে নোখিয়া বলেছেন, কেকেআর হল আইপিএলের মধ্যে এমন একটি দল যে সর্বদা তার পাশে ছিল। আবার কলকাতায় ফিরতে পেরে ভাল লাগছে। মাঠের নামার জন্য তিনি আর ধৈর্য ধরে রাখতে পারছেন না। এখন সবকিছুই সময়ের অপেক্ষা।
আরো পড়ুন: আইপিএল ২০২৫ -এ নতুন অধিনায়কদের পরীক্ষা, উত্তেজনা ও সম্ভাবনা
নোখিয়ার পছন্দের জায়গা হল ইডেন গার্ডেন্স, তাই সেখানে খেলবেন ভেবে তিনি আগে থেকেই বেশ উত্তেজিত। তিনি ইতিমধ্যে বলেছেন যে, ইডেন গার্ডেন একটি দারুণ জায়গা এবং দারুন মাঠ। প্রথম ম্যাচে খেলার জন্য তিনি সত্যিই মুখিয়ে রয়েছেন। তবে এখন যাবতীয় মনঃসংযোগ রয়েছে প্রস্তুতিতে। আশা করা যাচ্ছে দর্শকদের সামনে তিনি তার ১০০ শতাংশ দিতে পারবেন।
সমর্থকদের উদ্দেশে নোখিয়া বার্তা দিয়েছেন যে, দর্শকদের মাঠে দেখবে বলে তিনি আর ধৈর্য ধরে রাখতে পারছেন না। কেকেআরের (KKR) প্রত্যেকটি ম্যাচে সকলে আসুক তিনি এমনটাই কামনা করেন। অনুশীলনের সময় অনেক সমর্থককেই দেখতে পান তিনি। সকলকে অসংখ্য ধন্যবাদ এবং সকলের বার্তা তিনি দেখেন। দর্শকদের মুখে যাতে হাসি ফোটানো যায় সেটাই তার একমাত্র চেষ্টা। ডিসেম্বরে শেষ বার ক্রিকেট খেলেছিলেন নোখিয়া। পাকিস্তানের বিরুদ্ধে সাদা বলের সিরিজের আগে চোট পান এই ক্রিকেটার। কেকেআরের প্রথম একাদশে তাঁর জায়গা পাওয়া এক রকম নিশ্চিতই।