শখের দাম লাখ টাকা, ২০ লক্ষ টাকা খরচে হেলিকপ্টারে বিয়ে সাড়লেন এই যুবক

নিজস্ব প্রতিবেদন : শখের দাম লাখ টাকা। এই প্রবাদ আমরা হামেশাই শুনে থাকি। শুধু শুনে থাকি এমন নয়, পাশাপাশি এই প্রবাদের বাস্তব ছবিও ধরা পড়ে বিভিন্ন সময়। শখ পূরণ করতে বহু মানুষকেই লক্ষ লক্ষ টাকা খরচ করতে দেখা যায়। ঠিক সেই রকমই শখ পূরণ করতে ২০ লক্ষ টাকা খরচ করতে দেখা গেল এক যুবককে।

ওই যুবক অবশ্য নিজের শখ পূরণ করার জন্য এমন পদক্ষেপ নেননি, বরং তিনি এমন পদক্ষেপ নিয়েছেন সদ্য প্রয়াত তার বাবার শখ বা ইচ্ছা পূরণ করার জন্য। বাবার ইচ্ছে পূরণ করার জন্য প্রভাত কুমার নামে বিহারের ওই যুবক নিজের বিয়েতে একটি হেলিকপ্টার ভাড়া করেন এবং সেই হেলিকপ্টারে চড়ে বিয়ে করতে যান।

জানা যাচ্ছে প্রভাত কুমার পেশায় একজন চিকিৎসক। অন্যদিকে তার বাবা রামানন্দ সিং পেশায় ছিলেন একজন কৃষক। তার স্বপ্ন ছিল তার ছেলে হেলিকপ্টারে চড়ে বিয়ে করতে যাবেন এবং সেই হেলিকপ্টারে নতুন বউ বাড়ি নিয়ে আসবেন। এইসব ঘটনার মধ্যেই ৩৫ বছর বয়সী প্রভাত কুমারের সঙ্গে পাটনার ২৮ বছর বয়সী নিশি কুমারীর বিয়ে পাকা হয়। কিন্তু দুর্ভাগ্যবশত বিয়ে পাকা হওয়ার দুদিন পরেই মৃত্যু হয় প্রভাত কুমারের বাবার।

এদিকে রামানন্দ সিং মৃত্যুর আগে ছেলের কাছে আবদার করেছিলেন তিনি হেলিকপ্টারে চড়বেন। হেলিকপ্টারে চড়ে ছেলের সঙ্গে ছেলের শ্বশুর বাড়িতে যাবেন এবং সেখানে গিয়ে ছেলের বিয়ে দেবেন। অসুস্থ বাবার স্বপ্ন পূরণ করার জন্য প্রভাত কুমার দিল্লির একটি সংস্থার সঙ্গে যোগাযোগ করে সেখানে হেলিকপ্টার ভাড়া নেন।

তবে প্রভাত কুমার তার বাবার স্বপ্ন পূরণ করার জন্য সমস্ত পদক্ষেপ গ্রহণ করলেও তার বাবার হেলিকপ্টারে চড়ার সখ পূরণ হলো না। কারণ বিয়ে ঠিক হওয়ার দুদিন পরেই তিনি মারা যান। তবে সদ্য প্রয়াত বাবার হেলিকপ্টারে চড়ে ছেলের বিয়ের স্বপ্নপূরণ হয়েছে। এই ঘটনা সারা দেশে আলোড়ন ফেলেছে। কারণ এর আগে কোথাও হেলিকপ্টারে চড়ে বিয়ে করতে যাওয়ার মতো ঘটনা ঘটেছে কিনা কেউ মনে করতে পারছেন না।