সাপেদের রাখি পড়াতে গিয়ে ঘনিয়ে এলো বিপদ, প্রাণ হারালেন যুবক

নিজস্ব প্রতিবেদন : গত রবিবার দেশ জুড়ে পালিত হয়েছে রাখি বন্ধন উৎসব। ভ্রাতৃত্ব এবং সৌহার্দ্য বজায় রাখার জন্য একে অপরের হাতে রাখি বাঁধা হয়ে থাকে। সেইমতো বিহারের এক যুবক একটু অন্যভাবেই রাখি বাঁধতে গিয়ে বিপদের সম্মুখীন। পরে ওই যুবকের মৃত্যুও হয়।

নতুন কিছু করার প্রচেষ্টায় ওই যুবক দুটি সাপকে রাখি পড়াতে গিয়েছিলেন। ওই যুবকের নাম মনমোহন। তিনি বিহারের সারণ এলাকার বাসিন্দা। মাত্র ২৫ বছর বয়সী ওই যুবক পেশায় একজন সাপুড়ে। তিনি রাখি পূর্ণিমার দিন তার বোনকে ওই দুটি সাপকে রাখি পড়াতে বলেন। আর সেই সাপ দুটি ধরে এক জায়গায় আনার সময়ই একটি সাপ তার পায়ে কামড় দেয়। ঘটনার সময় সাপেদের রাখি পরানো বিষয়টি কৌতূহলের হওয়ায় কোনো একজন তা ক্যামেরাবন্দি করছিলেন। তাতেই ধরা পড়ে গোটা বিষয়টি।

ভিডিওটিতে দেখা যাচ্ছে, ওই যুবক সাপের লেজ ধরে সাপ দুটিকে এক জায়গায় আনার চেষ্টা চালাচ্ছিলেন। অন্যদিকে পাশে দাঁড়িয়ে তার মা ও বোন রাখি বন্ধনের আচার অনুষ্ঠানের আয়োজন করেছিলেন। এমন সময় ওই যুবক ব্যস্ত হয়ে পড়লে সাপের দিক থেকে নজর হারিয়ে ফেলেন। তখনই তার পায়ে কামড় দেয় একটি সাপ।

ঘটনার পর ওই যুবককে সারণ জেলার একটি নিকটবর্তী স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যাওয়া হয়। তবে দুর্ভাগ্যবশত ওই স্বাস্থ্য কেন্দ্রে অ্যান্টি-ভেনম ইনজেকশন ছিল না। এরপর তাকে নিয়ে যাওয়া হয় চাপড়ার সদর হাসপাতালে। কিন্তু সেখানে পৌঁছানোর আগেই তার শরীরে বিষ ছড়িয়ে যায় এবং ওই যুবকের মৃত্যু হয়।

মূলত সোশ্যাল মিডিয়ার যুগে বহু মানুষ নিজেদের আলাদাভাবে নেটদুনিয়ায় পরিবেশন করার জন্য নতুন নতুন কিছু করার প্রচেষ্টায় থাকেন। তবে এই সকল নতুন কিছু করার ক্ষেত্রে বহু ক্ষেত্রেই প্রাণের ঝুঁকি নিতে দেখা যায় বহুজনকে। ঠিক যেমনটা এই যুবকের ক্ষেত্রে হয়েছে। যে-যুবক একসময় বিষাক্ত সাপ উদ্ধার করার কাজে নিযুক্ত ছিলেন সেই যুবকই নতুনত্ব দেখাতে গিয়ে সাপের কামড়েই প্রাণ হারালেন।