লজ মালিকের রহস্য মৃত্যু বীরভূমে

অমরনাথ দত্ত : রক্তাক্ত অবস্থায় রহস্যজনকভাবে বোলপুরের এক লজ মালিকের মৃতদেহ উদ্ধার হয় নানুর যাওয়ার রাস্তায় মোহনপুরের মাঠের ধারে। ঘটনার খবর পেয়ে বোলপুর থানার পুলিশ ওই ব্যক্তির দেহ উদ্ধার করে বোলপুর সুপার স্পেশালিটি হাসপাতালে নিয়ে আসেন। হাসপাতালের চিকিৎসকেরা দেহ দেখে মৃত বলে ঘোষণা করেন। ঘটনার পরই এলাকায় চাঞ্চল্য ছড়ায়। শোকে বিহ্বল হয়ে পড়েন পরিবারের সদস্যরা।

জানা গিয়েছে মৃত ওই লজ মালিকের নাম শ্যামা প্রসাদ শাস্ত্রী। তার বয়স ৫৫ বছর। তিনি বোলপুরের পিয়াসী লজের মালিক। মঙ্গলবার রাতে ওই ব্যক্তির দেহ উদ্ধার হওয়ার আগে সন্ধ্যা সাড়ে সাতটায় তার মেয়ের সাথে তার ফোনে কথা হয়। তিনি কাজে যাওয়ার নামে বাড়ি থেকে বেরিয়েছিলেন।

মৃত ওই লজ মালিকের মেয়ে শর্মিলা চ্যাটার্জি জানিয়েছেন, “গতকাল সন্ধায় বাবা কাজে যাওয়ার কথা বলে বাড়ি থেকে বেরিয়েছিলেন। কিন্তু কোথায় কি কাজে যাচ্ছেন তা জানাননি। সন্ধ্যা সাতটা সাড়ে সাতটা নাগাদ আমার সাথে ফোনে কথা হয়। তখন তিনি জানিয়েছিলেন আমি ঠিক চলে আসবো, একটু দেরি হবে। এরপর রাত আটটার পর পুলিশ ফোন করে জানাই বাবার দুর্ঘটনা ঘটেছে বলে। খবর পেয়ে হাসপাতালে দেখি বাবা আর নেই।”

তবে ওই ব্যক্তির কিভাবে মৃত্যু হলো! দুর্ঘটনা, নাকি অন্য কিছু তা এখনো সঠিকভাবে জানা যায়নি। অন্যদিকে ওই ব্যক্তির মাথায় এবং চোখের পাশে আঘাতের চিহ্ন রয়েছে বলে জানা গিয়েছে। এই মৃত্যু রহস্য উদ্ধার করতে বোলপুর থানার পুলিশ ইতিমধ্যে তদন্ত শুরু করেছে।