নাবালিকাকে ধর্ষণ ও খুন, দোষীকে ফাঁসির সাজা দিলো বোলপুর আদালত

নিজস্ব প্রতিবেদন : নাবালিকাকে ধর্ষণ ও খুনের অভিযোগে এক যুবককে ভারতীয় দন্ডবিধির সর্বোচ্চ সাজা ফাঁসির সাজা দিলো বোলপুর আদালত। শুক্রবার বোলপুর আদালত এই সাজা ঘোষণা করে।

জানা গিয়েছে, ২০১৮ সালের ১২ই এপ্রিল লাভপুরের মৌ গ্রামে দুপুরবেলা এক নাবালিকা ফাঁকা ঘরে তুলে নিয়ে গিয়ে ধর্ষণ করে আসগর চৌধুরী (২৪) নামে এক যুবক। ঘটনার দিনই মৃত্যু হয় ওই নাবালিকার। এরপরেই লাভপুর থানায় মেয়েকে ধর্ষণ করে খুনের অভিযোগ দায়ের করেন মৃতার বাবা। অভিযোগের ভিত্তিতে পুলিশ অভিযুক্তকে গ্রেপ্তার করে এবং মামলা রুজু করে। এছাড়াও গ্রেপ্তার করা হয় অভিযুক্তের বাবা-মাকে।

পুলিশ পস্ক ৬, ৩৭৬-এ, ৩০২ ও ৫০৬ আইপিসি ধারায় মামলা রুজু করে৷ পুলিশি হেফাজতেই বিচার প্ৰক্রিয়া চলতে থাকে। ২০১৮ সালের ৬ জুলাই আসগর চৌধুরীর নামে চার্জশিট জমা দেয় পুলিশ। গতকাল বোলপুর আদালতের আসগর চৌধুরীকে দোষী সাব্যস্ত করেন বিচারক৷

শুক্রবার বোলপুর আদালতের অতিরিক্ত জেলা ও দায়রা এজলাসের বিচারক সুজয় সেনগুপ্ত অভিযুক্তকে ফাঁসির সাজা দেন। পাশাপাশি ঘটনার সঙ্গে কোন সম্পর্ক না থাকার ভিত্তিতে অভিযুক্তের বাবা ও মাকে বেকসুর খালাস করে দেন বিচারক। ফাঁসির সাজা দেওয়ার পাশাপাশি রাজ্য সরকারকে নিহতের পরিবারকে ১ লক্ষ টাকা ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ দেন বিচারক।

[aaroporuntag]
মামলার সরকারি আইনজীবী তপন দাশ জানিয়েছেন, “ধর্ষণ করে খুন করার জন্য দোষী সাব্যস্ত হয় অভিযুক্ত। বিচারক ফাঁসির সাজা ঘোষণা করেন।” যদিও অভিযুক্তের বাবা ছেলের দোষী সাব্যস্ত হওয়ার বিষয়টি মেনে নিতে পারছেন না।