চালক ছাড়াই ছুটছে গাড়ি, ভিডিও দেখে হইচই সোশ্যাল মিডিয়ায়

নিজস্ব প্রতিবেদন : সড়কের উপর দিয়ে দ্রুত গতিতে একটি গাড়ি ছুটে চলেছে। গাড়ি ছুটে চলাটা আশ্চর্য নয়, আশ্চর্য হল গাড়ির চালকের আসন ফাঁকা। আর সেই চালকের আসন ফাঁকা থাকা অবস্থায় গাড়ি ছোটার ভিডিও সোশ্যাল মিডিয়ায় আপলোড হতেই হইচই পড়ে যায়।

বর্তমান অত্যাধুনিক যুগে নানান নতুন প্রযুক্তির গাড়ি আবিষ্কৃত হয়েছে যেগুলো সেলফ ড্রাইভ, অর্থাৎ সব সময়ই চালকের উপস্থিতি প্রয়োজন হয় না। কিন্তু যে গাড়িটিকে চালকহীন অবস্থায় রাস্তার ওপর ছুটতে দেখা গিয়েছে সেটি কোন অত্যাধুনিক প্রযুক্তির গাড়ি নয়। কারণ সেটি একটি পুরাতন যুগের ফিয়াট। আর এই গাড়িতে টেসলার উন্নত প্রযুক্তির মতো কোন ব্যবস্থা নেই এটাই স্বাভাবিক।

আর এমন অদ্ভুত গাড়ি চালানোর ভিডিওটি ফেসবুকে আপলোড করেছেন টেগর চেরি নামে এক ব্যক্তি। আর সেই ভিডিওটিতে দেখা যাচ্ছে হাইওয়ের মধ্যে তামিলনাড়ুর নম্বর প্লেট যুক্ত ওই পুরাতন আমলের গাড়িটি কোন রকম চালক ছাড়াই রাস্তার উপর দিয়ে দ্রুত গতিতে ছুটে চলেছে। তবে চালকের জায়গা ফাঁকা থাকলেও চালকের পাশের সিটে বসে রয়েছেন এক বয়স্ক ব্যক্তি। প্রথমে এই মুহূর্তের ভিডিও পিছন থেকে করা হলেও রহস্য ভেদ করার জন্য এই গাড়িটির পাশে যে দেখা যায় সত্যিই গাড়িচালকের জায়গায় কেউ নেই।

কিন্তু এমনটা কিভাবে সম্ভব? এবিষয়ে ভিডিওটি সোশ্যাল মিডিয়ায় আপলোড হতেই এক সোশ্যাল নাগরিক জানিয়েছেন, ওই বৃদ্ধ ৩০ বছর ধরে এই ভাবেই গাড়ি চালান। আসলে তিনি চালকের আসনে বাম দিকে বসে ডান হাতে স্টিয়ারিং ঘুরিয়ে সমস্ত কিছু কন্ট্রোল করেন।

ঠিক একইভাবে অন্য একজন লিখেছেন, ড্রাইভিং ট্রেনিং সংস্থাগুলি এই ধরনের গাড়ি ব্যবহার করে থাকে। যে গাড়িগুলিতে স্টিয়ারিং চালকের হাতে থাকলেও ব্রেক, ক্লাচ সহ অন্যান্য নিয়ন্ত্রক বিষয়গুলি থাকে পাশে বসে থাকা ব্যক্তির কাছে। যাতে করে নতুন চালককে ড্রাইভিং শেখানোর সহজ হয়।

তবে সে যাই হোক এই ধরনের ভিডিও সত্যিই চমকপ্রদ। আর এই চমকপ্রদ ভিডিও দেখে স্বাভাবিকভাবেই মেতে উঠেছেন সোশ্যাল নাগরিকরা।