Giant Size Chakul Fish: এক মাছেই মালামাল! বিশালাকৃতির চাকুল মাছ ধরে হাজার হাজার টাকা কামালেন মৎস্যজীবী

Madhab Das

Published on:

Advertisements

নিজস্ব প্রতিবেদন : বিশালাকৃতির একটি চাকুল মাছ (Giant Size Chakul Fish) লটারির টিকিটের মতোই ভাগ্য বদলে দিল মৎস্যজীবীদের। এরকম নানান প্রজাতির বিশালাকৃতির মাছ বিভিন্ন সময় রাজ্যের বিভিন্ন নদ নদী, সমুদ্র, জলাধার থেকে ধরা পড়তে দেখা যায়, আর সেই সকল প্রত্যেক মাছেরই দাম এতটাই ওঠে যে রীতিমত লটারির টিকিটের মত ভাগ্য বদলে যায় মৎস্যজীবীদের।

Advertisements

সম্প্রতি গত শুক্রবার সেই রকমই একটি বিশালাকৃতির চাকুল মাছ ধরা পড়েছে ইছামতি নদী থেকে। জানা যাচ্ছে যে মাছটি ধরা পড়েছে সেই মাছ এখন আর সচরাচর দেখা যায় না বললেই চলে। ওই মাছ এখন বিলুপ্ত হয়ে যাওয়ার পথে। যে কারণে এমন একটি মাছ জালে ফেলতে পেরে ওই মৎস্যজীবীরা নিজের ভাগ্য ফিরিয়েছেন।

Advertisements

বিশালাকৃতির ওই চাকুল মাছটি ধরা পড়েছে উত্তর ২৪ পরগনার সুন্দরবন এলাকায়। মাছটি ধরা পড়ার পরই এলাকার বাসিন্দারা খবর পেতেই ওই মাছ দেখার জন্য ভিড় জমাতে শুরু করেন। মাছটি যেমন বড় ঠিক সেই রকমই দেখতে অদ্ভুত। এই মাছের গায়ে কোনরকম আঁশ থাকে না। আবার মাছটি দেখতে গোলাকার। ওই মাছটি এতটাই বড় ছিল যে সেটিকে বাজারে নিয়ে যাওয়ার জন্য বাঁশ দিয়ে বাঁধতে হয় এবং ভ্যান ভাড়া করে বাজারে নিয়ে যেতে হয়।

Advertisements

আরও পড়ুন ? Viral Video: ডাঙ্গায় ওঠা যন্ত্রণায় কাতর মাছের জন্য যা করল সারস! ভিডিও দেখলে মন জুড়িয়ে যাবে

মৎস্যজীবীদের তরফ থেকে জানানো হয়েছে, এখন আর এই ধরনের মাছ জালে ওঠে না। বিলুপ্তপ্রায় এই মাছ জালে ওঠানো মানে খুবই ভাগ্য প্রসন্ন থাকতে হয়। ঐদিন তাদের ভাগ্য প্রসন্ন ছিল বলেই তারা এমন বিলুপ্তপ্রায় মাছটিকে জালে ফেলতে পেরেছেন। সাম্প্রতিককালে ওই সকল মৎস্যজীবীদের ভাগ্য খুব একটা ভালো যাচ্ছিল না। জীবনের ঝুঁকি নিয়ে সুন্দরবন এলাকায় মাছ ধরতে গেলেও তেমন কিছু জালে পড়ছিল না। তবে এদিনের এই মাছ তাদের ভাগ্য ফেরালো বলেই তারা মনে করছেন।

বিশালাকৃতির ওই মাছটিকে হিঙ্গলগঞ্জের মৎস্য আড়তে নিয়ে যাওয়া হয় এবং সেখানে ওজন করে দেখা যায় মাছটির ছিল ৮১ কেজির। মাছটি ছিল পাঁচ হাত লম্বা এবং চার হাত চওড়া। এই পুরো মাছটির দাম ওঠে ২৮ হাজার ৩৫০ টাকা। একটি মাছ বিক্রি করেই ২৮ হাজার ৩৫০ টাকার লাভের মুখ দেখার কারণে স্বাভাবিকভাবেই ওই সকল মৎস্যজীবীদের মুখে চওড়া হাসি ফুটতে দেখা গিয়েছে। এই প্রসঙ্গে বলে রাখা ভালো, চাকুল মাছ আসলে শঙ্কর মাছ। স্থানীয় বাসিন্দারা এই মাছকে চাকুল মাছ বলে থাকেন।

Advertisements