টান টান উত্তেজনা, হঠাৎ ট্রেনের সামনে শুয়ে পড়লেন যুবক, রক্ষায় নামলেন লেডি RPF

নিজস্ব প্রতিবেদন : টান টান উত্তেজনার থেকেও বড় কিছু বলা যেতে পারে যখন হঠাৎ কেউ ট্রেনের সামনে শুয়ে পড়েন। চোখের সামনে যদি এমন ঘটনা ঘটে থাকে তাহলে অনেকেই সেই সময় খুঁজেই পান না কি করবেন। তবে এই ধরনের ঘটনায় যাদের প্রাণের ঝুঁকি নিয়ে ঝাঁপিয়ে পড়তে দেখা যায় তারা হলেন রেল পুলিশ। ঠিক সেই রকমই এমন একটি টান টান উত্তেজনার মুহূর্ত থেকে এক যুবককে রক্ষা করে হিরোইন হয়ে উঠেছেন এক লেডি আরপিএফ (Lady RPF)।

টান টান উত্তেজনার মুহূর্ত থেকে লেডি আরপিএফ-এর এইভাবে এক যুবককে ট্রেনের সামনে মাথা দেওয়ার মুহূর্ত থেকে রক্ষা করার ঘটনা ধরা পড়েছে সিসিটিভি ক্যামেরায়। যেখানে দেখা যাচ্ছে, ফাঁকা স্টেশন, সেই ভাবে কেউ নেই। এদিকে দ্রুতগতিতে ছুটে আসছে একটি ট্রেন। এক যুবক স্টেশনের মধ্যে দাঁড়িয়ে ছিলেন এবং এদিক ওদিক মাথা ঘুরিয়ে দেখার পর হঠাৎ প্ল্যাটফর্ম থেকে লাইনের উপর চলে আসেন।

প্রথমদিকে ওই যুবক ঠিক কি করতে চাইছেন তা বোঝা না গেলেও কয়েক সেকেন্ডের মধ্যেই ওই যুবকের অভিসন্ধি ধরা পড়ে। দেখা যায় ওই যুবক প্ল্যাটফর্মের এদিক থেকে ওই দিকে থাকা রেল লাইনের পৌঁছেই সেখানে লাইনের উপর মাথা পেতে দেন। এমনটা দেখেই স্পষ্ট বোঝা যায়, ওই যুবক কি করতে চেয়েছিলেন।

অন্যদিকে এই ঘটনার সময় প্ল্যাটফর্মে কেউ না থাকলেও সেই মুহূর্তেই এক লেডি RPF প্ল্যাটফর্মে আসেন। তিনি বিষয়টি দেখতে পেয়েই কোন কিছু চিন্তা না করে লাইনের উপর ঝাঁপিয়ে পড়েন এবং লাইন থেকে ওই যুবককে সরান। এরই মধ্যে প্লাটফর্মে থাকা আরও দুজন ব্যক্তি তৎক্ষণাৎ সেখানে ছুটে গিয়ে ওই যুবককে রক্ষা করেন। ওই লেডি আরপিএফ যদি এইভাবে নিজের প্রাণের ঝুঁকি না নিয়ে ঝাঁপিয়ে না পড়তেন তাহলে ওই যুবকের প্রাণ বাঁচানো সম্ভব ছিল না।

এই ঘটনার সিসিটিভি ফুটেজ সোশ্যাল মিডিয়ায় আপলোড হওয়ার পাশাপাশি দাবি করা হচ্ছে, ঘটনাটি পূর্ব মেদিনীপুরের। যে ট্রেনটির সামনে এমন ঘটনাটি ঘটেছে সেটি হল পূর্বা এক্সপ্রেস। যিনি এমন সাহসিকতার সঙ্গে ওই যুবকের প্রাণ বাঁচিয়েছেন তিনি হলেন কে সুমথি। আরপিএফ ইন্ডিয়া নামে সোশ্যাল মিডিয়ায় থাকা অ্যাকাউন্ট থেকে এমন ভিডিও আপলোড করা হয়েছে এবং এমনই দাবি করা হচ্ছে। যদিও এই ভিডিওটি কোথাকার সেই সত্যতা যাচাই করেনি BanglaXp।