নিজস্ব প্রতিবেদন : ‘কত রঙ্গ দেখি দুনিয়ায়’! সত্যজিৎ রায়ের হীরক রাজার দেশে সিনেমার এই গানের বাস্তবায়ন অক্ষরে অক্ষরে দেখা যায় আজকের দুনিয়ায়। এই সিনেমা এবং গান যখন রচিত হয়েছিল তখন হয়তো এতটা সামঞ্জস্য ছিল না। কিন্তু এখন রাজনৈতিক পরিস্থিতি থেকে শুরু করে অন্যান্য বিভিন্ন পরিস্থিতির সঙ্গে এই গান খাপে খাপ হয়ে যেতে দেখা যায়। ঠিক যেন সত্যজিৎ রায় ভবিষ্যৎ রচনা করে গিয়েছেন। ঠিক সেই রকমই এবার একটি এইরকম ঘটনা দেখা গেল বৈদ্যুতিক রোলস রয়েস (EV Rolls Royce Spectre) কেনার ক্ষেত্রে।
সাধারণ দুই চাকা হোক অথবা কম দামি চারচাকা, যেকোনো ধরনের গাড়ি কিনতে যাওয়ার ক্ষেত্রেই দেখা যায় ক্রেতাদের শুট-বুট সহ দামি দামি পোশাক পরে শোরুমে যেতে। ক্রেতারা মূলত তাদের বাহনের সঙ্গে নিজেকে মানানসই করে তোলার জন্যই এমনটা করে থাকেন বলে মনে করা হয়। কিন্তু এবার এক ব্যক্তি চপ্পল পরে বৈদ্যুতিক রোলস রোয়েস গাড়ি কিনতে গেলেন। যে গাড়িটি আবার ভারতে প্রথম বিক্রি হলো ওই ব্যক্তির হাত ধরেই।
চপ্পল পরে এমন একটি দামি গাড়ি কেনার ঘটনা রীতিমতো ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। যে গাড়িটির কথা বলা হচ্ছে সেই গাড়িটি Rolls Royce Spectre EV। এটিই হলো ভারতের প্রথম ইলেকট্রিক রোলস রয়েস হার্ড টপ সেডান। ২০২২ সালের সেপ্টেম্বর মাসে সংস্থার তরফ থেকে এই গাড়িটি লঞ্চ করা হয়েছিল এবং চলতি সপ্তাহেই এই গাড়ি ডিস্ট্রিবিউশন শুরু হয়। এরই মধ্যে এই গাড়ি কিনে ভাইরাল ওই চপ্পল পরা ব্যক্তি।
আরও পড়ুন ? Colour Changing Car: গিরগিটিকেও হার মানাবে আম্বানির গাড়ি! তখনই সবুজ, তখনই বেগুনি! ভাইরাল হল ভিডিও
যিনি এমন কর্মকান্ড ঘটিয়েছেন তিনি হলেন চেন্নাইয়ের একজন প্রোমোটার ও ব্যবসায়ী। তার নাম হলো বাশ্যাম যুবরাজ। তার ব্যবসার নাম বাশ্যাম কনস্ট্রাকশন। তিনি যে ধরনের পোশাক পরে এমন দামি একটি গাড়ি কিনতে যান, তা রীতিমতো নজর কাড়ে নেট নাগরিকদের। নেট নাগরিকরা ওই ব্যক্তির পোশাক দেখে রীতিমতো আবেগপ্রবণ হয়ে পড়েন। কেননা কোটি কোটি টাকার গাড়ি কিনতে যাওয়ার ক্ষেত্রে ক্রেতার এমন সাধারণ ছিমছামে পোশাক দেখা যায় না।
Chennai builder gets India's first Rolls Royce Spectre before launch. #RollsRoyce #Spectre #India pic.twitter.com/o32m8pqkyq
— Narayanan Hariharan (@narayananh) November 21, 2023
যে গাড়িটির কথা বলা হচ্ছে সেই গাড়িটির এক্স শোরুম দাম হল ৯.৫০ কোটি টাকা। এই গাড়িটিতে রয়েছে একটি ব্যাটারি, দুটি ইলেকট্রিক মোটর। এই দুটি ইলেকট্রিক মোটর একসঙ্গে ৫৭৫ হর্সপাওয়ার শক্তি এবং ৯০০ এনএম পিক টর্ক তৈরি করতে সক্ষম। গাড়িটি মাত্র ৪.৫ সেকেন্ডে ০ থেকে ঘন্টায় ১০০ কিলোমিটার গতিবেগ তুলতে পারে। এর পাশাপাশি একবার এই গাড়ি চার্জ দিলে তা ৫২০ কিলোমিটার অনায়াসে ছুটে যাবে।