জালে আটকে বিষধর কেউটে, উদ্ধার করে জল পান করালেন উদ্ধারকারী

নিজস্ব প্রতিবেদন : বর্তমানে সোশ্যাল মিডিয়ার ব্যবহার বিপুল পরিমাণে বেড়ে যাওয়ার ফলে বিভিন্ন সময় বিভিন্ন ধরনের ভিডিও ভাইরাল হয়। ভাইরাল হওয়া এই সকল ভিডিওর মধ্যে এমন কিছু ভিডিও রয়েছে যেগুলি আলাদাভাবে নজর কাড়ে। নজর কাড়া এই সকল ভিডিওগুলির মধ্যে অন্যতম হলো সাপের ভিডিও।

সাপ বিভিন্ন রকম অর্থাৎ বিষধর, নির্বিষ, ক্ষীণবিষ হয়ে থাকলেও সব ধরনের সাপকে দেখেই আঁতকে উঠতে দেখা যায় সাধারণ মানুষদের। তবে এর পাশাপাশি সাপের ভিডিও দেখতেও ছাড়েন না সোশ্যাল মিডিয়ার দর্শকরা। সাপ উদ্ধার, সাপের আক্রমণ ইত্যাদি বিভিন্ন ধরনের ভিডিওতে মজে থাকেন তারা।

ঠিক সেই রকমই সোশ্যাল মিডিয়ায় সম্প্রতি একটি ভিডিও ভাইরাল হয়েছে যে ভিডিওটি একটি সাপকে উদ্ধার করার এবং তাকে জল পান করানোর। জানা গিয়েছে এই ভিডিওটি ওড়িশার ভদ্রক জেলার। পাশাপাশি এটাও জানা যাচ্ছে যে ওই সাপটি ৬ দিন ধরে মাছের জালে আটকে ছিল। ওই সাপটি বিষাক্ত monocled সাপ।

ভাইরাল হওয়া ওই ভিডিওতে দেখা গিয়েছে, ৬ দিন ধরে মাছের জালে আটকে থাকার পর তাকে এক উদ্ধারকারী উদ্ধার করেন। দীর্ঘদিন ধরে জালে আটকে থাকার ফলে ওই সাপটি চরম তৃষ্ণার্ত অবস্থায় ছিল। এই তৃষ্ণার্ত অবস্থায় থাকার ফলে সাপটি উদ্ধার হওয়ার সঙ্গে সঙ্গেই যেন জল চাইতে শুরু করে।

সাপটিকে ওই জাল থেকে উদ্ধার করার পর তৃষ্ণার্ত বুঝতে পেরে উদ্ধারকারী একটি বোতলে করে ওই সাপের সামনে জল নিয়ে ধরেন। তখনই দেখা যায় ওই সাপটি চোঁ চোঁ করে জল পান করতে শুরু করে। উদ্ধারকারীকে ওই সাপটি উদ্ধার করার সময় দীর্ঘ সময় অতিবাহিত করতে হয় এবং সাপটিকে উদ্ধার করার পর যেভাবে তাকে জল পান করানো হয়েছে তাতে সোশ্যাল মিডিয়ার দর্শকরা ওই ব্যক্তিকে প্রশংসায় ভরিয়ে দিয়েছেন।