অভিষেক চট্টোপাধ্যায় নাকি ‘স্বাধীনতা সংগ্রামী’, তৃণমূল নেতার শ্রদ্ধাঞ্জলি পোস্টারে ঠাট্টাতামাশা

নিজস্ব প্রতিবেদন : গত সপ্তাহের বৃহস্পতিবার সকালে হঠাৎ অন্ধকার নেমে আসে টলিউডে। রাতে শুটিং চলাকালীন অসুস্থতা বোধ করে বাড়ি ফেরার পর মারা যান অন্যতম অভিনেতা অভিষেক চট্টোপাধ্যায়। কিংবদন্তি এমন একজন অভিনেতাকে হারিয়ে শোকোস্তব্ধ গোটা বাংলা। এরপর নিজের নিজের মত করে এই অভিনেতাকে শ্রদ্ধা জানান দর্শকরা।

তবে এই শ্রদ্ধা জানাতে গিয়ে বিতর্ক তৈরি করেছেন এক তৃণমূল নেতা। এই বিতর্কের কেন্দ্রবিন্দু হলেন নদিয়ার কৃষ্ণনগরের কৃষ্ণনগর শহর তৃণমূল কংগ্রেস সভাপতি শিশির কর্মকার। সম্প্রতি অভিষেক বন্দ্যোপাধ্যায়কে শ্রদ্ধা জানানোর একটি পোস্টার, যেখানে রয়েছেন এই শিশির কর্মকার, সেই পোস্টারে ভরে গিয়েছে গোটা সোশ্যাল মিডিয়া।

কৃষ্ণনগর শহর তৃণমূল কংগ্রেস সভাপতি শিশির কর্মকার নামাঙ্কিত সেই পোস্টারটি আসলে সদ্য প্রয়াত অভিনেতা অভিষেক চট্টোপাধ্যায়কে শ্রদ্ধা জ্ঞাপনকারী পোস্টার। আর সেখানেই অভিষেক চট্টোপাধ্যায়ের ছবির ঠিক নীচেই লেখা রয়েছে ‘ভারতীয় স্বাধীনতা সংগ্রামী’।

স্বাভাবিকভাবেই এমন একটি পোস্টার সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়তেই শুরু হয়েছে ঠাট্টাতামাশা। এমনকি পরিচালক অনীক দত্ত পর্যন্ত সেই ছবি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে লিখেছেন, ‘অশিক্ষার আর একটি নিদর্শন। শ্রদ্ধা জানানো না অসম্মান?’ এই পোস্টটার নিয়ে রীতিমতো সোশ্যাল মিডিয়া জুড়ে এখন চলছে ঠাট্টা তামাশা।

যদিও বিষয়টিকে কৃষ্ণনগর শহর তৃণমূল কংগ্রেস সভাপতি শিশির কর্মকার চক্রান্ত বলে দাবি করেছেন। তবে প্রশ্ন উঠছে তার বিরুদ্ধে কে এমন চক্রান্ত করলেন? এর পরিপ্রেক্ষিতে তিনি একটি সর্বভারতীয় সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে স্থানীয় একটি বাংলা চ্যানেলের দিকে অভিযোগের আঙুল তুলেছেন। স্থানীয় সেই বাংলা চ্যানেলের সঙ্গে নাকি ভোটের আগে তাদের প্রচারের চুক্তি হয়।

শিশিরবাবু অভিযোগ, ভোট মিটে যাওয়ার পর এই চুক্তি বন্ধ করে দেওয়ার কথা নাকি জানিয়েছিলেন তিনি। কিন্তু সেই কথা শোনেননি এবং পরিবর্তে এই সব ধরনের নোংরামি শুরু করেছে। বিরোধী রাজনৈতিক দলের কথা শুনে এমনটা করেছে বলেও অভিযোগ করেন শিশির কর্মকার। পাশাপাশি তিনি জানিয়েছেন, বিষয়টি নিয়ে পুলিশকে নালিশ করেছেন।