গলায় খাবার আটকে প্রাণ যায় যায় অবস্থা, এক ব্যক্তির উপস্থিত বুদ্ধিতে রক্ষে

নিজস্ব প্রতিবেদন : খাবার সময় কথা বলতে বারণ বারণ করে থাকেন গুরুজনেরা। কিন্তু কেন? কারণ একটাই, খাবার সময় কথা বলতে গিয়ে গলায় খাবারের টুকরো আটকে যাওয়ার মত দুর্ঘটনা ঘটে যেতে পারে। গলায় খাবার আটকে যে দুর্ঘটনা ঘটতে পারে তাতে প্রাণ যেতে পারে মুহূর্তে।

ঠিক এমনই এক ঘটনা ঘটলো এক যুবকের সঙ্গে। যে ঘটনা সিসিটিভি ক্যামেরায় ধরা পড়ে। তবে সেই মুহূর্তে এক ব্যক্তির বিচক্ষণতা এবং উপস্থিত বুদ্ধির জোরে কোনক্রমে প্রাণ ফিরে পান ওই যুবক। ভিডিওটি সোশ্যাল মিডিয়ায় আপলোড হওয়ার পর যেমন ভাইরাল হয়েছে, ঠিক তেমনি এই ভিডিও আমাদের শিক্ষা দিতে পারে।

ভাইরাল হওয়া ওই ভিডিওতে দেখা যাচ্ছে, এক যুবক চিকেন স্যান্ডউইচ খেতে খেতে দোকানের কাউন্টারের দিকে এগিয়ে আসছিলেন। আচমকাই ওই যুবক গলায় হাত দিয়ে কাশতে শুরু করেন। তাকে দেখে স্পষ্ট বোঝা যায়, তার দম বন্ধ হয়ে আসছে। ঠিক সেই মুহূর্তেই যুবকের পাশে থাকা এক ব্যক্তি বিষয়টি বুঝতে পেরে ওই যুবককে জাপটে ধরেন।

পিছন দিক থেকে ওই যুবককে জাপ্টে ধরে কোলে তুলে ঝাঁকুনি দিতে শুরু করেন। এরপরে পিঠে কয়েকবার চাপড় মারতে শুরু করেন। এইভাবে চলতে থাকে ওই যুবককে বাঁচানোর চেষ্টা। বেশ কয়েকবার এই প্রক্রিয়া চালানোর পর হাঁফ ছেড়ে বাঁচেন ওই যুবক।

জানা গিয়েছে, এই ঘটনাটি ঘটেছে গত আগস্ট মাসে আমেরিকার উইসকনসিনের একটি রেস্তোরাঁয়। গলায় খাবার আটকে প্রাণ যায় যায় অবস্থা হওয়া ওই যুবককে যিনি বাঁচিয়েছেন তাঁর নাম জোসেফ রেইনহার্ট। ঘটনার পর তার পাশে থাকা তার সহযোগিতায় ওই যুবক প্রাণ ফিরে পেয়েছেন। ওই যুবককে প্রাণ ফেরানোর জন্য যে পদ্ধতি অবলম্বন করা হয়েছিল তাকে বলা হয় Heimlich manoeuvre। এই পদ্ধতিতে গলায় হঠাৎ খাবারের টুকরো আটকে গেলে তা থেকে রক্ষে পাওয়া যায়।