Square Wheel bicycle: এতদিন তো গোল চাকা দেখেছেন, এবার দেখুন চৌকো! না দেখলে বিশ্বাস হবে না

এটা প্রযুক্তির দুনিয়া। রোজ কতই না নিত্যনতুন প্রযুক্তির নানা সামগ্রীর হদিস পাওয়া যায়। এ বার তেমনই একটি রোজকারের জীবনের সামগ্রীর খোঁজ পাওয়া গেল। একটি অত্যাধুনিক সাইকেল (Bicycle)। বাজারে হাজার রকমের সাইকেল রয়েছে। তবে সব সাইকেলের চাকাই গোল। কিন্তু এই নতুন সাইকেলের চাকা গোল নয়, বর্গাকার (Square Wheel bicycle)। আর সেই দেখে অবাক হলো সকলে।

সাধারণত, আমরা সবাই আমাদের আশেপাশে সাইকেল চালাতে দেখেছি। নিজেরাও কমবেশি সাইকেল চালিয়েছি। কিছু মানুষ আছেন ব্যায়াম (Exercise) করতে এবং নিজেকে ফিট রাখতে প্রতিদিন সাইকেল চালান। সময়ের সঙ্গে সঙ্গে সাইকেলের ডিজাইনে অনেক পরিবর্তন এসেছে। কিন্তু সাইকেলে চাকা সেই গোল’ই থেকে গিয়েছে। এবার যে ভিডিওটি ভাইরাল হয়েছে তাতে সাইকেলে চাকার এমন অদ্ভুত আকার দেখে চমকে গিয়েছে সোশ্যাল মিডিয়া (Social Media)।

সের্গি গর্ডিয়েভ নামের এক ইঞ্জিনিয়ার অনন্য সেই সাইকেলের মডেলটি নিয়ে হাজির হয়েছেন। চৌকো চাকাতেই সেই সাইকেলটি চলছে (Square Wheel cycle), দ্রুত বাঁকও নিচ্ছে। ভিডিওটি সোশ্যাল মিডিয়ার অনেক প্ল্যাটফর্মে শেয়ার করা হয়েছে। @Rainmaker1973 নামে একটি অ্যাকাউন্ট থেকে এই ভিডিওটি টুইটারে (Twitter) পোস্ট করা হয়েছে।

এই ভিডিওতে এক ব্যক্তিকে গোলাকার চাকার পরিবর্তে বর্গাকার চাকার একটি সাইকেল (Square Wheel bicycle) চালাতে দেখা গেছে। বর্তমানে ভিডিওটি (Video) ক্রমশ ভাইরাল হচ্ছে। খবর লেখা পর্যন্ত সোশ্যাল মিডিয়ায় ভিডিওটি ২ কোটির বেশি ভিউ হয়েছে। ভিডিওটি দেখে বিস্মিত ব্যবহারকারীরাও।

এই নিয়ে ইউটিউবে (Youtube) একটি ভিডিয়োও প্রকাশ করেছেন তিনি। তাতে দেখা গিয়েছে, দিব্যি ওই চৌকো চাকার সাইকেল চালাচ্ছেন ইউটিউবার। এই ভিডিয়োটি ভাইরাল হয়ে গিয়েছে সমাজমাধ্যমে। যদিও ভিডিয়োটির সত্যতা যাচাই করেনি কেউই। কী ভাবে ওই চৌকো চাকার সাইকেল (Square Wheel bicycle) তৈরি করেছেন, সেটিও ভিডিয়োর মাধ্যমে তুলে ধরেছেন ওই ইউটিউবার। অনেকেই এই চৌকো চাকার সাইকেল চালানোর জন্য মরিয়া হয়ে উঠেছেন।