বাড়িতে বসেই হবে আধার কার্ডের সাথে মোবাইল নম্বর যোগ, ঘোষণা কেন্দ্রের

নিজস্ব প্রতিবেদন : বর্তমানে ভারতীয় নাগরিকদের কাছে সবথেকে গুরুত্বপূর্ণ নথি হলো আধার কার্ড। তবে এই আধার কার্ডে একাধিক ভুল থাকার কারণে এবং মোবাইল নম্বর সংযুক্ত না থাকার কারণে অনেকেই একাধিক সরকারি সুবিধা থেকে বঞ্চিত হচ্ছেন। অন্যদিকে আবার আধার কার্ডের সাথে মোবাইল নম্বর সংযুক্ত করার জন্য যেতে হয় আধার এনরোলমেন্ট সেন্টার, যাও একাধিক জায়গায় পর্যাপ্ত নয়। যে কারণে প্রতিনিয়ত সমস্যায় ভুগছেন দেশের লক্ষ লক্ষ নাগরিক।

এমত অবস্থায় যাতে বাড়িতে বসেই আধার কার্ডের সাথে মোবাইল নম্বর সংযুক্ত করা যায় অথবা আপডেট করা যায় তার জন্য নতুন একটি ব্যবস্থা নিয়ে আসা হলো। বাড়িতে বসেই যাতে গ্রাহকরা নিজেদের আধার কার্ডের সাথে মোবাইল নম্বর সংযুক্ত করতে পারেন তার জন্য UIDAI ইন্ডিয়া পোস্টের সাথে গাঁটছড়া বেঁধেছে। এ বিষয়ে সম্প্রতি কেন্দ্রীয় যোগাযোগ মন্ত্রকের তরফ থেকে টুইট করে জানানো হয়েছে, “এবার বাড়িতে বসেই পোস্টম্যানের সাহায্যে আধার কার্ডের সাথে মোবাইল নম্বর সংযুক্ত বা আপডেট করা যাবে।”

এর পাশাপাশি জানা যাচ্ছে, মোবাইল নম্বর ছাড়াও আধার কার্ডের যেকোনো ধরনের ভুল থাকলেও তা সংশোধন বাড়িতে বসেই করা যাবে। সেক্ষেত্রে এই পোস্টম্যান বা গ্রামীণ ডাক সেবকরা এই কাজ বাড়ি গিয়ে করে দেবেন। এই বিষয়ে আরও তথ্য জানার জন্য http://ippbonline.com ওয়েবসাইটে গ্রাহকদের দেখে নেওয়ার জন্য বলা হয়েছে।

আধার কার্ডের সাথে মোবাইল নম্বর সংযুক্ত থাকলে পরবর্তীতে অন্যান্য সংশোধনের কাজগুলি সহজেই করা যায়। তবে এই আধার কার্ডের সাথে মোবাইল নম্বর সংযুক্ত করার জন্য এযাবৎ নাগরিকদের যে ভোগান্তির শিকার হতে হচ্ছিল নতুন এই ব্যবস্থা আসার ফলে সে ক্ষেত্রে নাগরিকরা উপকৃত হবেন তা নিঃসন্দেহে বলা যায়।