আধার নিয়ে সতর্কবার্তা, কি করবেন, কি করবেন না, জানাল কেন্দ্র

নিজস্ব প্রতিবেদন : আধার কার্ড বা আধার নম্বর এখন যে কোন ভারতীয় নাগরিকদের কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ নথি। ব্যাংকিং থেকে শুরু করে বিভিন্ন ক্ষেত্রে সুবিধা পাওয়ার জন্য এই আধার নম্বর আবশ্যিক। সরকারি প্রকল্পের সুবিধা তো বাদই দেওয়া হল, এমনকি পঠন-পাঠনের ক্ষেত্রেও আধার নম্বর এখন জরুরি হয়ে দাঁড়িয়েছে।

তবে এই আধার নম্বর নিয়ে এখন আবার নানান ধরনের প্রতারণার মতো ঘটনা ঘটে চলেছে। এরই পরিপ্রেক্ষিতে কেন্দ্রের তরফ থেকে একটি সতর্কবার্তা দেওয়া হল। যে সতর্কবার্তা জানানো হয়েছে কি কি করণীয় এবং আধার নিয়ে কি কি কাজ করা থেকে বিরত থাকতে হবে।

কেন্দ্রের ইলেকট্রনিক্স এবং তথ্য প্রযুক্তি মন্ত্রণালয় গত ২৭ মে একটি বিজ্ঞপ্তি জারি করে জানিয়েছে, সিনেমা হলের মত বেসরকারি সংস্থাগুলি আধার কার্ডের ফটোকপি সংগ্রহ করতে পারবে না। অর্থাৎ এই ঘোষণা অনুযায়ী এই সকল সংস্থাগুলি আধার কার্ডের ফটোকপি রাখতে পারবে না তাদের গ্রাহকদের থেকে।

বিবৃতিতে জানানো হয়েছে, “হোটেল, সিনেমা হলের মতো বেসরকারি সংস্থাগুলি এবার থেকে আর আধার কার্ডের ফটোকপি সংগ্রহ করতে পারবে না। ২০১৬ সালের আধার আইনের নিরিখে এটা বেআইনি। কোন বেসরকারি সংস্থা আপনার কাছে আধারের ফটোকপি চাইলে সেই সংস্থা UIDAI-এর অধীনে লাইসেন্স পেয়েছে কিনা দেখে নিতে হবে।”

তবে আধার কার্ডের ফটোকপি না দিয়ে সে ক্ষেত্রে আধার কার্ডের মাস্ক আধার কার্ড ডাউনলোড করে তা জমা দেওয়া যেতে পারে বলে জানানো হয়েছে। এই Masked Aadhaar আধারের অফিশিয়াল ওয়েবসাইট UIDAI থেকে খুব সহজেই ডাউনলোড করা যায়। যেখানে কেবলমাত্র আধারের চারটি ডিজিট দেখা যায়। তবে এই সতর্ক বার্তা নিয়ে আবার নতুন করে তৈরি হয়েছে বিতর্ক।