AAI Recruitment: যেসব চাকরিপ্রার্থীরা এতদিন পর্যন্ত অপেক্ষা করেছেন এয়ারপোর্টে চাকরি করবার আশায় তাদের জন্য কিন্তু দুর্দান্ত খবর। সম্প্রতি এয়ারপোর্ট অথরিটি অফ ইন্ডিয়া একটি নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে যাতে স্পষ্ট বলা আছে যে, বিভিন্ন বিমানবন্দরে সি-গ্রুপের অধীনে বিভিন্ন পদে নিয়োগ করা হবে। যোগ্যতার ক্ষেত্রে লাগছে শুধুমাত্র উচ্চ মাধ্যমিক পাশ। উল্লেখযোগ্য বিষয় হল, এখানে শূন্যপদের সংখ্যাও অনেক। এই শূন্য পদে চাকরি পেলে যেমন মোটা অংকের বেতন পাবেন তেমনি পাবেন বাড়তি সুবিধা। ভারতীয় নাগরিক হলে ছেলে মেয়ে সবাই এখানে আবেদন জানাতে পারবে।
প্রতিবেদনটি একঝলক দেখলেই জানতে পারবেন কোন পদে কটি শূন্যপদ (AAI Group C Recruitment) রয়েছে, আবেদন করার জন্য কি শিক্ষাগত যোগ্যতা লাগবে, বয়স সীমা কত, কত টাকা বেতন দেওয়া হবে, নিয়োগ কীভাবে করা হবে, আবেদন কীভাবে করবেন সমস্ত কিছুই।
পদ এবং শূন্যপদের বিবরণ
অফিসিয়াল বিজ্ঞপ্তি বিস্তারিতভাবে পড়লেই জানতে পারবেন এখানে গ্রুপ-সি পদের অধীনে সিনিয়র অ্যাসিস্ট্যান্ট ও জুনিয়র অ্যাসিস্ট্যান্ট পদে নিয়োগ (AAI Recruitment) করা হবে। মোট শূন্যপদের সংখ্যা এখানে ২০৬টি। যেমন জুনিয়র অ্যাসিস্ট্যান্ট (ফায়ার সার্ভিসেস) পদে ১৬৮টি শূন্যপদ রয়েছে, সিনিয়র অ্যাসিস্ট্যান্ট (ইলেকট্রনিক্স) পদে ২১টি শূন্যপদ রয়েছে, সিনিয়র অ্যাসিস্ট্যান্ট (অ্যাকাউন্টস) পদে ১১টি শূন্যপদ রয়েছে।
শিক্ষাগত যোগ্যতা
এয়ারপোর্ট অথোরিটির পক্ষ থেকে একাধিক পদে নিয়োগ হচ্ছে। তাই প্রতিটি পদের জন্য ভিন্ন ভিন্ন শিক্ষগত যোগ্যতা লাগবে। যেমন সিনিয়র অ্যাসিস্ট্যান্ট (অফিশিয়াল ল্যাংগুয়েজ) পদে আবেদন করার জন্য ইংরেজি বা হিন্দিতে স্নাতকোত্তর ডিগ্রি থাকতে হবে। আবার সিনিয়র অ্যাসিস্ট্যান্ট (অপারেশনস) পদে আবেদন করার জন্য যে কোন বিষয়ে স্নাতক ডিগ্রী থাকতে হবে এবং LMV ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে। একইভাবে সিনিয়র অ্যাসিস্ট্যান্ট (অ্যাকাউন্টস) পদে আবেদন করার জন্য B.Com ডিগ্রী এবং কম্পিউটার লিটারেসি ডিগ্রী থাকতে হবে। জুনিয়র অ্যাসিস্ট্যান্ট (ফায়ার সার্ভিসেস) পদে (AAI Recruitment) আবেদন করার জন্য উচ্চ মাধ্যমিক পাশ হলেই হবে।
বয়সসীমা
অফিসিয়াল বিজ্ঞপ্তিতে বয়সসীমা সম্পর্কেও স্পষ্ট ভাবে বলা আছে। এই পদগুলিতে আবেদন করার জন্য সর্বোচ্চ বয়স লাগবে ৩০ বছর। তবে সংরক্ষিত শ্রেণীর জন্য সরকারি নিয়ম অনুসারে বয়সের ছাড় রয়েছে। ধরুন SC/ST হলে ৫ বছরের ছাড় পাবেন, OBC হলে ৩ বছরের ছাড় পাবেন এবং PwBD হলে ১০ বছরের ছাড় পাবেন।
আরও পড়ুন: কর্মী নিয়োগ হবে স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ায়, জানুন শূন্যপদের সংখ্যা
বেতন কাঠামো
বিজ্ঞপ্তিটি মনোযোগ সহকারে দেখলেই জানতে পারবেন বেতন কাঠামো সম্পর্কে। বিজ্ঞপ্তি অনুযায়ী সিনিয়র অ্যাসিস্ট্যান্ট পদে চাকরি পেলে প্রতি মাসে ৩৬,০০০/- টাকা থেকে ১,১০,০০০/- টাকা বেতন দেওয়া হবে এবং জুনিয়ার অ্যাসিস্ট্যান্ট পদে চাকরি পেলে প্রতি মাসে ৩১,০০০/- টাকা থেকে ৯২,০০০/- টাকা বেতন দেওয়া হবে।
আবেদন কীভাবে করবেন?
যেসব প্রার্থীরা আবেদন করবেন বলে ভাবছেন তারা এয়ারপোর্ট অথোরিটি অফ ইন্ডিয়ার (AAI) অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে অনলাইনের মাধ্যমে আবেদন জানাতে পারবে। সর্বপ্রথম রেজিস্ট্রেশন প্রক্রিয়া সম্পন্ন করতে হবে। এরপর নির্ধারিত আবেদন ফরমটি নিজের ব্যক্তিগত তথ্য এবং প্রয়োজনীয় ডকুমেন্ট আপলোড করে পূরণ করতে হবে। উল্লেখযোগ্য একটি বিষয় হলো, আবেদন সাবমিট করার আগে অবশ্যই আবেদন ফি প্রদান করতে হবে।
আবেদন করার তারিখ
এখানে আবেদন শুরু হয়েছে ২৫শে ফেব্রুয়ারি, ২০২৫ তারিখ থেকে এবং আবেদন চলবে ২৪শে মার্চ, ২০২৫ তারিখ পর্যন্ত।
আবেদন ফি কত?
বিজ্ঞপ্তিতে অনুযায়ী সাধারণ, OBC, EWS প্রার্থীদের জন্য ১০০০/- টাকা আবেদন ফি লাগবে এবং SC/ST/PwBD/Ex-Servicemen ও মহিলা প্রার্থীদের জন্য কোনোরকম আবেদন লাগবে না।
নিয়োগ প্রক্রিয়া
অফিশিয়াল বিজ্ঞপ্তি অনুযায়ী এখানে লিখিত পরীক্ষা, কম্পিউটার ভিত্তিক পরীক্ষা, শারীরিক পরীক্ষা এবং ইন্টারভিউ এর মাধ্যমে নিয়োগ করা হবে।