বীরভূমের প্রত্যন্ত এলাকার মানুষের সেবায় কলকাতার স্বেচ্ছাসেবী সংস্থা

নিজস্ব প্রতিবেদন : করোনা ভাইরাসের সংক্রমণ ঠেকাতে দেশে লকডাউন জারি হওয়ার পর থেকেই বীরভূমের বিভিন্ন স্বেচ্ছাসেবী সংস্থা বীরভূমের প্রত্যন্ত এলাকার মানুষদের সেবায় এক প্রান্ত থেকে অন্যপ্রান্তে ছুটে চলেছে। আর এবার দূর কলকাতা থেকে বীরভূমের প্রত্যন্ত এলাকার মানুষের সেবায় ছুটে এল আর এক স্বেচ্ছাসেবী সংস্থা। গত দুদিন ধরে ওই স্বেচ্ছাসেবী সংস্থার সদস্যরা বীরভূমের বিভিন্ন এলাকায় নিম্ন মধ্যবিত্ত মানুষদের হাতে ত্রাণ সামগ্রী পৌঁছে দিচ্ছেন। আর এই দুঃসময়ে জেলার বাইরের এই স্বেচ্ছাসেবী সংস্থাকে কাছে পেয়ে বেজায় খুশি বীরভূমের বাসিন্দারা।

অবদূত দেবিদাস সেবা সংস্থান নামে ওই স্বেচ্ছাসেবী সংস্থার মানুষের পাশে দাঁড়ানোর পাশাপাশি মানব সেবকদের মূলনীতি ‘প্রতিবেশীর সঙ্গে মধুর সম্পর্ক বজায় রাখা’, ‘দিনে একজনের অগাধ প্রশংসা করা’, ‘কারোর নিন্দা না করা’, ‘মানব ধর্মশাস্ত্র পাঠ করা’, ‘অসহায়কে যথাসম্ভব সহায়তা করা’ ফুটে ওঠে গত দুদিনের কর্মকাণ্ডে। পাশাপাশি বর্তমান পরিস্থিতির সাথে তাল মিলিয়ে যে সকল জায়গাতে তারা ত্রাণ বিলি করেন সেখানেও দেখা যায় সুশৃংখল পরিবেশ বজায় রাখতে। প্রত্যন্ত গ্রাম্য এলাকাতেও যেন সামাজিক দূরত্ব সঠিকভাবে মেনে চলা হয় তার বার্তা তারা দিয়ে আসেন তাদের কাজের মাধ্যমেই। পাশাপাশি হাত ধোঁয়া, পরিষ্কার পরিচ্ছন্ন থাকা ইত্যাদি গ্রাম্য এলাকাতে নিজেদের কর্মকাণ্ডেই বার্তা পৌঁছে দেন।

এই স্বেচ্ছা সেবকদলের বুধবার কাজ শুরু হয় খয়রাশোল ব্লকের বেশ কয়েকটি প্রত্যন্ত এলাকায়। সেখানে পেরুয়া, ময়নাডাল, খয়রাশোল ও পানসিউড়ির মত এলাকায় প্রায় আড়াইশো পরিবারের হাতে চাল, ডাল ও আলু পৌঁছে দেন তারা। বৃহস্পতিবার একইভাবে তারা ছুটে যান রাজনগর থানার অন্তর্গত আসনা গ্রামে। সেখানে মোট ১৫০-এর কাছাকাছি পরিবারের বাস। সবার হাতে তারা একই পরিমাণ ত্রাণ সামগ্রী তুলে দিয়ে আসেন।