অভিষেকের স্মার্ট লুকে ফিদা বারাসাতের মেয়েরা! ঘন্টার পর ঘন্টা পার্লারে কাটিয়ে গেলেন সভা দেখতে, অনেকেই বলছেন অভিনেতা দেবকেও টেক্কা দিলেন তিনি

অভিষেকের স্মার্ট লুকে এখন ফিদা বারাসাতের মহিলারা। অভিষেকের সভা হবে এমনটা জানতে পেরেই ঘন্টার পর ঘন্টা অনেকেই পার্লারে কাটিয়ে সভায় পৌঁছলেন অভিষেককে দেখতে। আর এসব দেখে অনেকেই বলছেন অভিনেতা দেবকে টেক্কা দিলেন তৃণমূলের যুবরাজ অভিষেক।

শুধু এমনটা বলা নয়, সোমবার বারাসাতের কাছারি ময়দানে তৃণমূল কংগ্রেসের যে বিশাল জনসভা হয় সেখানে অভিষেকের সভায় উপস্থিত অনেক মহিলারা বলছেন ‘আই লাভ অভিষেক’, কেউ কেউ আবার বলছেন ‘তোমাকেই চাই’। এখানেই শেষ নয়, আবার অনেক মহিলারা বলছেন, স্মার্ট লুক কথাবার্তা এসবে অভিনেতা দেবকে কয়েকগুণ পিছনে ফেলে দিয়েছেন অভিষেক।

আরও পড়ুনঃ ‘শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠানে দর্শক হয় না!’ ভুল প্রমাণ করলো দুবরাজপুর

২৬ এর বিধানসভা নির্বাচনের আগে রাজ্যজুড়ে ইতিমধ্যেই তৃণমূলের সেকেন্ড ইন কমান্ড অভিষেক বন্দ্যোপাধ্যায় জনসভা শুরু করে দিয়েছেন। তারই অংশ হিসাবে বারাসাতে ছিল জনসভা। আর এই জনসভায় একেবারে সেজেগুজে মহিলাদের অনেককেই যেতে দেখা যায়। আর মাঠ জুড়ে নাচানাচি দাপাদাপির পাশাপাশি শোনা গেল আবেগী শ্লোগান ‘উই লাভ অভিষেক।’