আর গরমে পচে ক্লাস করতে হবে না পড়ুয়াদের। গরমের হাত থেকে রক্ষা পেয়ে এসি রুমে কম্পিউটার ক্লাস করার ব্যবস্থা হয়ে গেল। এমন ব্যবস্থা হল একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে। যেখানে জেলার বহু বেসরকারি স্কুলে এমন ব্যবস্থা নেই, সেই জায়গায় বীরভূমের সিউড়ির একটি প্রাথমিক স্কুল এমন ব্যবস্থা করে সকলকে চমকে দিয়েছে।
সরকারি প্রাথমিক বিদ্যালয়ে কম্পিউটার রীতিমত আকাশ কুসুম চিন্তাভাবনা। সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এমন ব্যবস্থা না থাকার ফলে বহু পড়ুয়াদের বেসরকারি স্কুলে ভর্তি হতে দেখা যায়। আর সেই জায়গায় বেসরকারি স্কুলগুলিকে টেক্কা দিতেই সিউড়ির হরনাথ মন্ডল আদর্শ প্রাথমিক বিদ্যালয়ে কম্পিউটার ক্লাসরুম চালু হওয়ার পাশাপাশি সেই ক্লাসরুম করা হয়েছে সম্পূর্ণ শীততাপ নিয়ন্ত্রিত। বুধবার থেকে ওই স্কুলের শীততাপ নিয়ন্ত্রিত কম্পিউটার রুমের পড়াশুনো চালু হয়।
আরও পড়ুন: শান্তিনিকেতন ঘুরতে এলে মিস করবেন না! ঘুরে আসুন বীরভূমের নতুন তীর্থক্ষেত্র-পর্যটন কেন্দ্র
বর্তমান পরিস্থিতিতে চারদিকে তাকালেই লক্ষ্য করা যাবে, সরকারি স্কুলে এখন পড়াশোনা করে কেবলমাত্র আর্থিকভাবে পিছিয়ে পড়া পরিবারের ছেলেমেয়েরাই। সেই জায়গায় তারাও যাতে কম্পিউটারের মত যন্ত্রের জ্ঞান থেকে দূরে সরে না থাকে তার জন্যই স্কুল কর্তৃপক্ষ এমন ব্যবস্থা গ্রহণ করেছে। আর তারা এমন ব্যবস্থা করে জানিয়েছেন, তারা স্কুলের জন্য যা করেন তা মন থেকেই করেন।