ঋণ দেওয়া একটি রাষ্ট্রায়ত্ত সংস্থার শাখায় সোনা ঘষে নেওয়ার অভিযোগ

অমরনাথ দত্ত : সোনা দিয়ে ঋণ দেওয়া একটি রাষ্ট্রায়ত্ত সংস্থার শাখার বিরুদ্ধে সোনা ঘুষ নেওয়ার অভিযোগ তুললেন গ্রাহকরা। ঘটনাকে ঘিরে উত্তেজনার সৃষ্টি হয় ওই সংস্থার শাখায়। খবর পেয়ে ঘটনাস্থলে আসে পুলিশ।

গ্রাহকদের সোনা জমা রেখে ঋণ দেওয়া ওই রাষ্ট্রায়ত্ত সংস্থার বোলপুরের শাখায় এমন ঘটনা ঘটেছে শুক্রবার। ঘটনার পর ওই সংস্থার শাখার সামনে বিক্ষোভে সামিল হয় গ্রাহকরা। এমনকি গ্রাহকদের সাথে সংস্থার কর্মীদের বাকবিতণ্ডাও শুরু হয়।

সংস্থার এক গ্রাহক নাজমা চৌধুরীর অভিযোগ, “আমরা এখানে সোনা রেখে টাকা ঋণ নি। সেই দিনের জন্য আমাদের সুদ দিতে হয়। দেরি করলে তার উপর চড়ে আলাদা করে ফাইন। তারপরেও এইভাবে সোনার গহনার অংশ ঘষে নেওয়া হচ্ছে।”

তিনি ওই রাষ্ট্রায়ত্ত সংস্থার বিরুদ্ধে চিটিংবাজী করার মত অভিযোগ এনে জানান, “আমার একটি সোনার বালা সম্পূর্ণ পরিবর্তন করে দেওয়া হয়েছে। নতুন কানের দুলের একটা অংশ নেওয়া হয়েছে। আর যখন বলতে চাই তখন এক টুকরো সোনা দিয়ে বলে ওটা লাগিয়ে নিতে।”

এছাড়াও তার আরও অভিযোগ রয়েছে কর্মীদের বিরুদ্ধে দুর্ব্যবহার করার। সংস্থার শাখার সামনে বিক্ষোভের খবর পেয়ে বোলপুর থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়। তারপর গ্রাহকদের থানায় নিয়ে যাওয়া হয় অভিযোগ খতিয়ে দেখার জন্য। যদিও এই ঘটনা প্রসঙ্গে মুখে কুলুপ এঁটেছেন সংস্থার কর্তাব্যক্তিরা।