Acer Smartphone: এসার স্মার্ট ফোনের দিকে ঝুঁকছে! কবে লঞ্চ হচ্ছে দেশে?

এই ডিজিটাল যুগে আট থেকে আসি সকলের হাতেই স্মার্টফোন। নানান নামিদামি সংস্থা নিত্যনতুন স্মার্ট ফোন, ল্যাপটপ লঞ্চ করে তাক লাগিয়ে দিচ্ছে ক্রেতাদের। আর এই স্মার্ট ফোনের নতুন নতুন ফিচারে মুগ্ধ হচ্ছেন ক্রেতারা। আর এবার ক্রেতাদের জন্য অপেক্ষা করছে আরও এক সুখবর। অতি জনপ্রিয় সংস্থা এসার দেশবাসীকে নতুন স্মার্টফোন উপহার দিতে চলেছে। তবে কেবলমাত্র একটি স্মার্ট ফোন নয়, বহু নতুন স্মার্টফোন লঞ্চ করতে পারে এই সংস্থা বলেই জানা গিয়েছে।

এসার কোম্পানির ল্যাপটপ এর চাহিদা ঘরে ঘরে রয়েছে। দাম ও মানের দিক থেকে এই ল্যাপটপ খুবই গ্রহণযোগ্য গ্রাহকদের মধ্যে। এবার গ্রাহকদের ইচ্ছা পূরণ করতেই সেই সংস্থারই ফোন আসছে দেশে। ইতিমধ্যেই অ্যামাজনে এসার সংস্থার ফোনের জন্য মাইক্রোসাইটের দেখা মিলেছে। সুতরাং বলা বাহুল্য, দেশে এই এসার সংস্থার স্মার্টফোন আসার পর তা সহজেই গ্রাহকরা অ্যামাজন থেকে কিনতে পারবেন। তবে এখনো অবধি এসার সংস্থা কোন কোন ফোন লঞ্চ করবে তা সম্পর্কে কোনো তথ্য মেলেনি। প্রসঙ্গত, ২০২৪ সালেই ঘোষণা করা হয়েছিল দেশে এসার কোম্পানির স্মার্টফোন লঞ্চ করা হবে। সংস্থা সূত্রে সঠিক দাম জানানো না হলেও আন্দাজ করা হচ্ছে ১৫ হাজার থেকে ৫০ হাজার টাকা দামের মধ্যে বাজারে স্মার্ট ফোন নিয়ে আসবে এসার সংস্থা।

আরও পড়ুন: Rail News: ঝড়ের গতিতে ছুটবে ট্রেন! এবার পুরুলিয়া-কোটশিলা ডবল লাইন

গত ২৫ মার্চ এসার সংস্থা নতুন স্মার্টফোন লঞ্চ করেছে। কিন্তু কোন কোন মডেল লঞ্চ হতে পারে তা এখনো জানা যায়নি। এসার সংস্থার যে ফোনগুলি বাজারে আসতে চলেছে সেগুলি আয়তাকার রেয়ার ক্যামেরা মডিউল থাকতে চলেছে। জানা গিয়েছে এই ফোনের ব্যাক প্যানেলে Acerpure ব্র্যান্ড নামটি লেখা থাকবে। এই বছরের গোড়ার দিকে Acerone Liquid S162E4 এবং Acerone Liquid S272E4- নামক এই দুই স্মার্টফোনের দেখা মিলেছিল এসার পিওর ওয়েবসাইটে। তাই মনে করা হচ্ছে এই দুই ফোনই লঞ্চ হতে পারে।

তালিকার প্রথমেই রয়েছে Acerone Liquid S162E4- এই ফোনে বিশেষ কিছু ফিচার রয়েছে। যা অন্য ফোন থেকে এটিকে আলাদা করে। এটিতে ৬.৫ ইঞ্চির এইচডি প্লাস এলসিডি স্ক্রিন এবং তার উপরে কর্নিং গোরিলা গ্লাস ৫ লেয়ার থাকতে পারে। এছাড়া এই ফোনে একটি মিডিয়াটেক হেলিও পি৩৫ প্রসেসর থাকতে পারে। এই ফোনে ৫১২ জিবি পর্যন্ত স্টোরেজ থাকার সম্ভাবনা রয়েছে। মডেলে ১৬ মেগাপিক্সেলের প্রাইমারি সেনসর এবং ০.০৮ মেগাপিক্সেলের সেনসর থাকতে পারে।

অপরদিকে, Acerone Liquid S272E4 ফোনটিতে ৬.৭ ইঞ্চির ডিসপ্লে থাকার সম্ভাবনা রয়েছে। অবশ্য এসার সংস্থার এই দুটি ফোনে অ্যান্ড্রয়েড ১৪ এর সাপোর্ট থাকতে পারে। আসন্ন এই ফোন দুটিতে ৪ জিবি র‍্যাম এবং ৬৪ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্ট থাকার সম্ভাবনা রয়েছে। এই দ্বিতীয় ফোনে ২৫৬ জিবি স্টোরেজ থাকতে পারে। দুটি ফোনের ক্ষেত্রেই স্টোরেজের পরিমাণ বাড়ানো সম্ভব। এসার সংস্থার আসন্ন দুই ফোনে ৫০০০ এমএএইচ ব্যাটারির সাপোর্ট থাকতে পারে। এই মডেলে ২০ মেগাপিক্সেলের মেন সেনসর এবং ০.৩ মেগাপিক্সেলের সেকেন্ডারি সেনসর থাকতে পারে। আবার দুটো ফোনেই ৫ মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা থাকার কথা রয়েছে।