The Bengal Files: দ্য বেঙ্গল ফাইলস, সিনেমা এখনো লঞ্চ হয়নি, তবে লঞ্চ হয়েছে ট্রেলার। আর এই ট্রেলার লঞ্চ হওয়ার পর থেকেই শুরু হয়েছে তর্ক-বিতর্ক। শুধু সিনেমা নিয়ে তর্ক-বিতর্ক শুরু হয়েছে এমন নয়, পাশাপাশি এই সিনেমায় অভিনয় করা অভিনেতা অভিনেত্রীদের নিয়েও শুরু হয়েছে তর্ক বিতর্ক।
দ্য বেঙ্গল ফাইলসে (The Bengal Files) মুখ্য চরিত্র গোপাল মুখোপাধ্যায়ের চরিত্রে অভিনয় করেছেন টলিউডের অভিনেতা সৌরভ দাস। আর তার এই অভিনয়ের পরিপ্রেক্ষিতেই এখন তাকে নিয়ে টানাটানি করা হচ্ছে। একইভাবে এই সিনেমায় অভিনয় করা শাশ্বত চট্টোপাধ্যায়কে নিয়েও শুরু হয়েছে তর্কবিতর্ক। তবে এই সকল তর্ক বিতর্কের মধ্যেই এবার স্বামীর হয়ে মুখ খুললেন দর্শনা বণিক।
আরও পড়ুন: অনুব্রত মণ্ডলের পথে তৃণমূল ছাত্র পরিষদের প্রাক্তন জেলা সভাপতি বিক্রমজিৎ সাউ
দর্শনা বণিক বুধবার সিউড়িতে এসেছিলেন একটি সংস্থার প্রচারের জন্য। সেখানেই তাকে স্বামী সৌরভ দাস ও তার অভিনয় নিয়ে জোড় সাওয়াল করতে দেখা যায়।