শান্তিপূর্ণ মিছিল আসামিদের মতো ব্যারিকেড দিয়ে আটকানোর চেষ্টা পুলিশের! রেগে লাল আদিবাসীরা, হুলুস্থুল কান্ড সিউড়িতে

জমি মাফিয়ারা আদিবাসীদের ধর্মীয় স্থান থেকে শুরু করে বিভিন্ন জায়গা দখল করে নিচ্ছে। অন্যান্য জেলায় আদিবাসীদের ভাষায় স্কুল থাকলেও বীরভূমে নেই ইত্যাদি একাধিক সমস্যার পরিপ্রেক্ষিতে ১২ দফা দাবি দাওয়া নিয়ে আদিবাসী জাকাত মাজি পরগনা বীরভূম জেলাশাসক দপ্তরের ডেপুটেশন জমা দিতে আসে বৃহস্পতিবার। কিন্তু তাদের সেই ডেপুটেশন কর্মসূচির জন্য পুলিশ আগে থেকেই ব্যারিকেড দিয়ে। আর এই ব্যারিকেড দেখেই রেগে লাল আদিবাসী সম্প্রদায়ের মানুষেরা। তাদের দাবি, এমনভাবে তাদের আটকানোর চেষ্টা করা হচ্ছে যেন তারা আসামি।

ঘটনার পরিপ্রেক্ষিতে আদিবাসী সম্প্রদায়ের মানুষেরা পুলিশি সেই ব্যারিকেড সরিয়ে নিজেদের লক্ষ্যে এগিয়ে যায়। তবে এমন পদক্ষেপের পরিপ্রেক্ষিতে তারা অত্যন্ত ক্ষুব্ধ হন। ঘটনাকে কেন্দ্র করে হুলুস্তুল কান্ড বেঁধে যায় সিউড়িতে।

আরও পড়ুনঃ সিউড়ি-বক্রেশ্বর-রাজনগর-নলা রেল লাইনের পর এবার সিউড়ি-প্রান্তিক রেললাইন নিয়ে রেলের নতুন পোস্ট! রেল উন্নয়নের জোয়ারের অপেক্ষায় বীরভূম

অন্যদিকে এদিন আদিবাসীদের এমন ডেপুটেশন কর্মসূচি চলাকালীন তারা রাস্তা অবরুদ্ধও করেন। এর কারণ হিসাবে তারা প্রশাসনিক গাফিলতিকে দায়ী করেছেন। তাদের দাবি, তারা শান্তিপ্রিয় মানুষ এবং সুশৃংখল ভাবে মিছিল করে আসছিলেন। কিন্তু প্রশাসনিক গাফিলতির কারণে একজন যেভাবে মোটরবাইক নিয়ে তাদের ওই মিছিলের মাঝে ঢুকে পড়ে যে মিছিলে অংশগ্রহণকারীদের আহত হওয়ার আশঙ্কা ছিল।