Dubrajpur: দুবরাজপুরে পুজো মণ্ডপে নিরাপত্তা ও পরিকাঠামো পরিদর্শনে প্রশাসন, তৎপরতার কারণ কী?

Dubrajpur: হাতে গোনা আর মাত্র কয়েকটা দিন, তারপরেই বাঙালিদের শ্রেষ্ঠ উৎসব দুর্গাপুজো। মণ্ডপে মণ্ডপে শুরু হয়ে যাবে দর্শনার্থীদের ভিড়। এবার পুজোয় ভীড় বাড়বে বলে মনে করছে পুলিশ। তাই স্বাভাবিকভাবে প্রতিবারের মতো এবারও পুজো মণ্ডপগুলিতে দর্শনার্থীদের সুরক্ষায় কতটা ব্যবস্থা নিয়েছে পুজো কমিটিগুলি, তা জানতে ইতিমধ্যেই মণ্ডপ পরিদর্শন করা শুরু করল পুলিশ প্রশাসন। দুবরাজপুর (Dubrajpur) শহরে ডিএসএ ক্লাব, উত্তরাঞ্চল ক্লাব ও পথিকৃৎ ক্লাবের পুজো মণ্ডপগুলি পরিদর্শন করলেন দুবরাজপুর পৌরসভার চেয়ারম্যান পীযূষ পান্ডে, বীরভূম জেলা পুলিশের ডিএসপি ক্রাইম প্রতীক রায়, দুবরাজপুর থানার ওসি মনোজ সিং, ট্রাফিক ওসি সন্তু ব্যানার্জি, দুবরাজপুর দমকল বিভাগের ওসি কৃষ্ণদয়াল বসু এবং বিদ্যুৎ দপ্তরে আধিকারিক।

পুলিশ কর্মকর্তারা পুজো মণ্ডপগুলির নিরাপত্তা এবং পরিকাঠামো খতিয়ে দেখলেন। তারা দর্শনার্থীদের নিরাপত্তা, প্রবেশ ও প্রস্থান পথ এবং ভিড় নিয়ন্ত্রণের ব্যবস্থা খতিয়ে দেখেন। কোনো ত্রুটি থাকলে পুজো কমিটিগুলিকে সেগুলি শুধরে নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে, যাতে পুজো সুষ্ঠুভাবে সম্পন্ন হয়। মূলত, মণ্ডপগুলিতে দর্শনার্থীদের নিরাপত্তা নিশ্চিত করার জন্য এই পরিদর্শন করা হয়। মণ্ডপের নকশা, প্রবেশ ও প্রস্থান পথ এবং জরুরি অবস্থার জন্য বিকল্প পথের ব্যবস্থা ঠিক আছে কিনা, তা যাচাই করা হয়। দর্শনার্থীদের উপচে পড়া ভিড় নিয়ন্ত্রণের জন্য মণ্ডপের পরিকাঠামো উপযুক্ত কিনা, তাও দেখা হয়।

কী কী খতিয়ে দেখা হল?
  • মণ্ডপের অগ্নিনির্বাপণ ব্যবস্থা ঠিক আছে কি না
  • বিদ্যুতের সংযোগ নিরাপদ ও সঠিকভাবে বসানো হয়েছে কি না
  • প্রবেশ ও প্রস্থান পথ যথেষ্ট প্রশস্ত ও খোলা আছে কি না
  • সিসিটিভি ক্যামেরা বসানো হয়েছে কি না
  • ভিড় নিয়ন্ত্রণ ব্যবস্থা ও স্বেচ্ছাসেবক নিয়োগের পরিকল্পনা
  • মণ্ডপ প্রাঙ্গণে পর্যাপ্ত আলো এবং পরিচ্ছন্নতা বজায় রাখা

আরও পড়ুন: অজয় নদের পাড়ে রহস্যময় ধাতব বস্তু, ব্যাপক চাঞ্চল্য গ্রামবাসীদের মধ্যে

একজন দায়িত্বপ্রাপ্ত পুলিশ আধিকারিক বলেন যে প্রশাসন চায় মানুষ শান্তিপূর্ণভাবে পুজোর আনন্দ উপভোগ করুন। সেই কারণে মণ্ডপগুলির নিরাপত্তা আগে থেকেই খুঁটিয়ে দেখা হচ্ছে। পুজো কমিটিগুলিকে প্রয়োজনীয় নির্দেশ দেওয়া হয়েছে, যাতে কোনও অব্যবস্থা না থাকে। দুবরাজপুর (Dubrajpur) পৌরসভার কর্মকর্তারা পুজো কমিটিগুলিকে পরিষ্কার-পরিচ্ছন্নতা বজায় রাখা, আবর্জনা নিষ্পত্তির ব্যবস্থা করা এবং পর্যাপ্ত আলোর ব্যবস্থা রাখার নির্দেশ দেন। স্থানীয় বাসিন্দারা প্রশাসনের এই উদ্যোগকে স্বাগত জানিয়েছেন। তাঁদের কথায় প্রশাসনের তৎপরতা দেখে জনসাধারণ আশ্বস্ত। পুজো উৎসব আরও আনন্দমুখর হবে বলেই মানুষ আশা করছে। কেউ কেউ জানাচ্ছেন এভাবে আগে থেকেই প্রস্তুতি নেওয়ায় আশা করা হচ্ছে, দুবরাজপুরে দুর্গাপুজো শান্তিপূর্ণ ও নির্বিঘ্নভাবে সম্পন্ন হবে।