করোনাভাইরাস রুখতে তৎপর জেলা প্রশাসন, বৈঠকে মিললো সব রকম প্রস্তুতির আশ্বাস

হিমাদ্রি মন্ডল : করোনাভাইরাস, যার ভীতি ইতিমধ্যেই গ্রাস করেছে বিশ্বের তাবড় তাবড় দেশগুলিকে। এই ভাইরাসের সংক্রমণে বিশ্বের ৭০ টি দেশ। চীনে ইতিমধ্যেই মৃতের সংখ্যা ৩৫০০ ছাড়িয়েছে, ভারতেও অল্প বিস্তর প্রভাব ফেলতে শুরু করেছে এই ভাইরাস। ভারতে সংক্রমণের সংখ্যা ২৮। আর এরপরই নড়েচড়ে বসেছে কেন্দ্র থেকে রাজ্য। নানান বিধি নিষেধ, সর্তকতা অবলম্বনের বার্তা দেওয়া হয়েছে।

আর এই করোনাভাইরাস নিয়ে শুক্রবার বীরভূম জেলা প্রশাসনের উদ্যোগে একটি বৈঠক আয়োজিত হয়। কিভাবে এই করোনা ভাইরাসের সংক্রমণ আটকানো সম্ভব,কি কি সর্তকতা অবলম্বন করা উচিত তা নিয়ে বিস্তর আলোচনা হয়। বৈঠক শেষে জেলাশাসক মৌমিতা গোদারা বসু জানিয়ে দেন, “জেলায় এই ভাইরাসের সংক্রমণের কোন খবর এখনো নেই, তবে আমরা তৎপর। ইতিমধ্যেই স্কুলে স্কুলে, স্কুলের হোস্টেলগুলিতে পড়ুয়াদের হাইজিন মেন্টেন, নোংরা সমস্ত কিছু ডাস্টবিনে ফেলা, হাত মুখ ধোয়া ইত্যাদি বিষয়ে সতর্কবার্তা পৌঁছে দেওয়া হয়েছে। পাশাপাশি এই সতর্কবার্তা গ্রামে গ্রামে পৌঁছে দেওয়ার জন্য আমরা আমাদের আশা কর্মীদের প্রশিক্ষণ দেওয়ার কাজ করব।”

এছাড়াও তিনি জানান, “এই ভাইরাসের সংক্রমণে কোন ব্যক্তি সংক্রমিত হলে আমাদের জেলায় চিকিৎসার জন্য সমস্ত রকম বন্দোবস্ত আগে থেকেই করা হয়েছে। প্রতিটি হাসপাতালে পাঁচটি করে আইসোলেশন বেডের বন্দোবস্ত করা আছে। শুধু হাসপাতাল নয়, গ্রামাঞ্চলে থাকা স্বাস্থ্যকেন্দ্রগুলিতে আইসোলেশন বেডের বন্দোবস্তের জন্য আগে থেকেই নির্দিষ্ট কক্ষ দেখে রাখা হয়েছে।”

জেলা প্রশাসন ভবনে এদিনের বৈঠকে উপস্থিত ছিলেন বীরভূমের জেলাশাসক মৌমিতা গোদারা বসু ছাড়াও অতিরিক্ত জেলা শাসক, জেলা মুখ্য স্বাস্থ্য আধিকারিক সহ বিভিন্ন ব্লকের আধিকারিক ও বিএমওএইচ’রা।