মায়ের পর মেয়ে, ভাইরাল হলো রাণু মন্ডলের মেয়ের গান

নিজস্ব প্রতিবেদন : রানাঘাট রেল স্টেশনের ভবঘুরে রানু মন্ডলের গান সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ার পর রাতারাতি সেলিব্রেটি তিনি। বর্তমানে রানু মন্ডল নেট দুনিয়ার সেনসেশন। আর কেনইবা হবেন না, রাতারাতি রানাঘাটের ভবঘুরে জীবন থেকে মুম্বাই বলিউডে পা। ইতিমধ্যে তিনি গেয়ে ফেলেছেন কলকাতার একটি পূজা কমিটির উদ্বোধনী সঙ্গীত, গেয়ে ফেলেছেন হিমেশ রেশমিয়ার ‘হ্যাপি হার্ডি অ্যান্ড হীর’-এর ‘তেরি মেরি কহানি’ গানটিও। সামনে রয়েছে আরও অনেক বড় বড় সুযোগ বলে জানাও গিয়েছে।

রানু মন্ডলের রাতারাতি সেলিব্রেটি হয়ে ওঠার পর তিনি যেমন সকলের প্রিয় ‘রানুদি’ হয়ে উঠেছেন, পাশাপাশি উঠেছে বিতর্কও। আর সেই বিতর্কের মূলে রয়েছে রানু মন্ডলের অতীন্দ্র সম্পর্কিত মন্তব্য, যে অতীন্দ্র রানুদির গাওয়া গান স্টেশন থেকে তুলে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল করেছিলেন, যার দৌলতে নেটদুনিয়া চিনেছে রানু মন্ডলকে। যদিও পরে এই বিতর্কের অবসান ঘটান অতীন্দ্র নিজেই, জানান, “রানুদির মন্তব্য নিয়ে কেউ অযথা বিতর্ক করবেন না, আমরা সকলেই ‘ভগবানের চাকর’। আর উনি সম্পূর্ণ সুস্থ নন।”

রানু মন্ডলের যে ভিডিও থেকে বিতর্ক দানা বেঁধেছিল সোশ্যাল মিডিয়ায়, সেই ভিডিওতে রানুদির কথা থেকে তাঁর মেয়ে সম্পর্কেও জানা যায় বেশ কিছু কথা। তাঁর মেয়ে সোমা রায়ের সাথে তাঁর দীর্ঘ সময় ধরে যোগাযোগ ছিল না, তবে ৫০০ টাকা করে তাঁকে পাঠাতেন। ওই ভিডিওতেই সোমা স্বীকারও করেছেন সেকথা, ‘যেটুকু সামর্থ্য হত সেটুকু তিনি পাঠাতেন।’

তবে রানুদির সেলিব্রিটি হয়ে ওঠার পর বেশ কয়েকবার একসাথে দেখা গিয়েছে মা ও মেয়ে সোমা রায়কে। শুধু একসাথে দেখা যাওয়ায় নয়, এবার সোমা (সাথী) রায়ের গানও রীতিমত চর্চিত সোশ্যাল মিডিয়ায়। যদিও তিনি এর আগেও একাধিকবার নিজের ফেসবুক একাউন্টে পোস্ট করেছেন নিজের গাওয়া গান, একাধিকবার এসেছেন লাইভে। আর এতেই প্রশ্ন জেগেছে সোশ্যাল মিডিয়ার শ্রোতাদের মনে, তাহলে কি এবার তিনিও সিনেজগতে পা রাখছেন!

রূপসা চ্যাটার্জী নামে এক গৃহবধূর করা ফেসবুক পোস্ট

তবে সোমার এই গান সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়ার পর যেমন প্রশংসিত হয়েছে, পাশাপাশি কটাক্ষও করতে দেখা গিয়েছে অনেককে। এরকমই মা ও মেয়েকে নিয়ে নানান মতামত পোষণ হয়েছে সোশ্যাল মিডিয়ায়।