বাংলা থেকে আসাম ছুটবে সরকারি বাস, সুখবর দিল রাজ্য সরকার

নিজস্ব প্রতিবেদন : আসাম সংলগ্ন উত্তরবঙ্গের কোচবিহার, আলিপুরদুয়ার সহ বিভিন্ন জেলা থেকে বহু মানুষ বিভিন্ন কাজে আসাম যাতায়াত করে থাকেন। একইভাবে চিকিৎসা সংক্রান্ত সহ অন্যান্য বিভিন্ন কাজে আসাম থেকেও মানুষ পশ্চিমবঙ্গে ছুটে আসেন। এমত অবস্থায় দীর্ঘদিন ধরে বাংলা থেকে আসাম পুরাতন রুটে বাস চলাচল বন্ধ থাকায় অসুবিধার সম্মুখীন হতে হয়েছিল বাসিন্দাদের। সেই অসুবিধা এবার দূর হতে চলেছে।

বাংলা ও আসাম এই রুটে দীর্ঘ আড়াই বছর ধরে বাস চলাচল বন্ধ থাকার পর ফের পরিষেবা চালু করার জন্য উদ্যোগ নিল সরকার। সেই উদ্যোগের পরিপ্রেক্ষিতে উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন সংস্থার উদ্যোগে এই রুটে চালু হচ্ছে বাস পরিষেবা। সংস্থার তরফ থেকে জানানো হয়েছে, আগামী ২৬ ডিসেম্বর থেকে পুনরায় বাস চলাচল শুরু করা হবে।

বাস চলাচলের রুট হিসেবে সংস্থার তরফ থেকে জানা গিয়েছে, কোচবিহার থেকে ধুবরি, আলিপুরদুয়ার থেকে বারোবিশা হয়ে কোকরাঝাড়, বঙ্গাইগাঁও পর্যন্ত একটি রুট রয়েছে। অন্যদিকে জয়গাঁ থেকে অসম আরও একটি রুট রয়েছে। ধাপে ধাপে এই সকল সমস্ত রুটে বাস নতুন করে চালানোর সিদ্ধান্ত নিয়েছে এনবিএসটিসি। এই সকল রুটে পারমিট সংক্রান্ত যে সকল সমস্যা ছিল তা অনেকটাই মিটেছে বলেও জানানো হয়েছে।

পারমিট সংক্রান্ত সমস্যা ছাড়াও করোনাকালে দীর্ঘসময় লকডাউন ও অন্যান্য বিধি-নিষেধ জারি থাকার কারণে পরিবহন ব্যবস্থা অনেকটাই ক্ষতির সম্মুখীন। এমত অবস্থায় পুনরায় এই সকল রুটকে পুনরুজ্জীবিত করার যে প্রচেষ্টা চালানো হচ্ছে তা বেশ ফলপ্রসূ বলে মনে করছেন বিশেষজ্ঞ মহল।

বিভিন্ন সমস্যা বর্তমানে দূর হওয়ার কারণে বাংলা থেকে আসাম অথবা আসাম থেকে বাংলা বাস চলাচলের ক্ষেত্রে কোনো বাধা নেই বলেই মনে করা হচ্ছে। পাশাপাশি এই সকল রুট বর্তমানে কতটা লাভজনক তার দিকেও নজর রাখছে বিভিন্ন মহল। পাশাপাশি পরিবহন ব্যবস্থাকে জাগিয়ে রাখতে লাভজনক দিকের কথা মাথায় রেখে বিয়েবাড়ি, পিকনিক পার্টিকেও এই সংস্থার তরফ থেকে বাস ভাড়া হিসেবে দেওয়া হবে।