Starlink: এয়ারটেলের সঙ্গে হাত মিলিয়েছে এলন মাস্কের স্টারলিঙ্ক! ইন্টারনেট পরিষেবায় এবার বিরাট পরিবর্তন

ইন্টারনেট পরিষেবা আজ দেশের প্রত্যেকটা ঘরে ঘরে। আট থেকে আশি সকলের মুঠোফোন আজ স্থান পেয়েছে স্মার্টফোন। দিন যত এগোচ্ছে ইন্টারনেট পরিষেবার ততই অগ্রগতি হচ্ছে। ব্যবসাও ফুলেফেঁপে উঠছে।

এবার নতুন বছরে ইন্টারনেট পরিষেবায় এক ধাপ এগিয়ে গেল ভারত। স্টারলিঙ্কের স্যাটেলাইট ইন্টারনেট পরিষেবা ভারতে আসতে চলেছে। স্পেসএক্স-এর সঙ্গে হাত মিলিয়েছে ভারতী এয়ারটেল। যদিও কর্তৃপক্ষের অনুমোদন এখনো পর্যন্ত পাওয়া যায়নি।

আরও পড়ুন: Yuzvendra Chahal: চাহালের পাশে সুন্দরী, জানেন কি এই মহিলা

এয়ারটেলের তরফে একটি বিজ্ঞপ্তিতে প্রকাশ পেয়েছে, স্পেসএক্স ও এয়ারটেল একসাথে কাজ করবে বলে একটি চুক্তিতে আবদ্ধ হয়েছে। এয়ারটেলই স্টারলিঙ্কের যন্ত্রপাতি বিক্রি করবে বলে মনে করা হচ্ছে।অপরদিকে স্টারলিঙ্কের পরিষেবাও তারাই এদেশে নিয়ে আসবে বলে সংস্থার সূত্রে খবর। গ্রামীণ স্কুল, স্বাস্থ্যকেন্দ্র ও প্রত্যন্ত অঞ্চলে ইন্টারনেট পৌঁছে দেবে এই দুই সংস্থা। আগামী দিনে এয়ারটেল ও স্পেসএক্স এর পক্ষ থেকে জানিয়ে দেওয়া হবে কীভাবে তারা একে অপরের নেটওয়ার্ক ও পরিকাঠামো ব্যবহার করবে।

ভারতীয় এয়ারটেলের ভাইস চেয়ারম্যান ও ম্যানেজিং ডিরেক্টর গোপাল ভিত্তল এর মন্তব্য, “স্পেসএক্সের সঙ্গে একত্রিত হয়ে ভারতে এয়ারটেলের প্রতি গ্রাহককে স্টারলিঙ্কের পরিষেবা দেওয়া এক গুরুত্বপূর্ণ পদক্ষেপ।” এর ফলে গ্রাহক টানতে জিও ও এয়ারটেলের মধ্যে জোর টক্কর বাড়বে বলে মনে করা হচ্ছে।