Airtel -এর দুর্দান্ত অফার, রিচার্জ করলেই পাবেন ৪ লক্ষ টাকার জীবন বীমা বিনামূল্যে

নিজস্ব প্রতিবেদন : আম্বানির টেলিকম সংস্থা রিলায়েন্স জিও ভারতীয় বাজারে আসার পর এয়ারটেল, ভোডাফোন, আইডিয়ার মত অন্যান্য টেলিকম সংস্থাগুলি প্রতিযোগিতায় কোণঠাসা হয়ে পড়ে। তবে অক্টোবর মাসে আম্বানির সমস্ত রিলায়েন্স জিও IUC চার্জ ঘোষণা করার পর অন্যান্য টেলিকম সংস্থাগুলি জিওকে কোণঠাসা করতে IUC চার্জ ছাড়াই যে কোন নেটওয়ার্কে কল করতে পারবেন এমন একের পর এক ঘোষণা করে। এরপরেও থেমে থাকেনি ঐসকল সংস্থা।প্রতি মাসেই নতুন নতুন প্ল্যান ঘোষণা করে Jio কে টেক্কা দিতে চমক দিচ্ছে তারা।

এরই মাঝে এয়ারটেল তাদের গ্রাহকদের জন্য নিয়ে এলো দুর্দান্ত অফার। তারা এবার রিচার্জের সাথে নিয়ে এসেছে ৪ লক্ষ টাকার জীবন বীমা বিনামূল্যে, যা অবিশ্বাস্য হলেও সত্যি। এয়ারটেল বাজারে নিয়ে এসেছে এমন একটি রিচার্জ, যা রিচার্জ করলে গ্রাহকরা পাবেন ৪ লক্ষ টাকার জীবন বীমা সম্পূর্ণ বিনামূল্যে।

পশ্চিমবঙ্গ সার্কেলের গ্রাহকদের জন্য রিচার্জটি হলো ২৪৯ টাকা। যা রিচার্জ করলে গ্রাহকরা যেকোনো নেটওয়ার্কে আনলিমিটেড কলের সাথে পাবেন প্রতিদিন ২ জিবি করে ইন্টারনেট, প্রতিদিন ১০০ টি করে এসএমএস। পাশাপাশি এই রিচার্জেই রয়েছে ৪ লক্ষ টাকা পর্যন্ত জীবন বীমা। এই জীবন বীমার সুবিধা পেতে আপনাকে কয়েকটি পদ্ধতি অবলম্বন করতে হবে।

রিচার্জ করার পর গ্রাহককে এয়ারটেলের থ্যাংকস অ্যাপ ইনস্টল করতে হবে অথবা আগে থেকে ইনস্টল করা থাকলে সেখানে রেজিস্ট্রেশন করতে হবে। রেজিস্ট্রেশন করার সময় প্রয়োজনীয় তথ্যগুলো সঠিক ভাবে দেওয়া আবশ্যক। রেজিস্ট্রেশন করা হয়ে গেলে এসএমএসের মাধ্যমে এই জীবন বীমার সুবিধা চালু হয়ে যাবে। এয়ারটেলের তরফ থেকে এই জীবন বীমার নথি আপনার বাড়িতেও পাঠিয়ে দেবে, তবে সেই জীবনবীমার বৈধতা রিচার্জের বৈধতা পর্যন্ত। জীবন বীমা চালিয়ে যেতে পরবর্তী রিচার্জের সময় ওই অঙ্কের রিচার্জ পুনরায় করলে জীবন বীমা পুনরায় সক্রিয় হয়ে যাবে। এয়ারটেল ভারতী ও Axa Life নিজেদের মধ্যে চুক্তি করে এই জীবন বীমা চালু করেছে। ১৮ থেকে ৫৪ বছর বয়সী যেকোনো গ্রাহক এয়ারটেলে রিচার্জের সাথে এই জীবন বীমার সুবিধা পাবেন।