Jio কে টেক্কা দিতে একের পর প্ল্যান বাজারে আনলো Airtel ও Vodafone

নিজস্ব প্রতিবেদন : আম্বানির টেলিকম সংস্থা রিলায়েন্স জিও ভারতীয় বাজারে আসার পর এয়ারটেল, ভোডাফোন, আইডিয়ার মত অন্যান্য টেলিকম সংস্থাগুলি কোণঠাসা হয়ে পড়ে। তবে অক্টোবর মাসে আম্বানির সমস্ত রিলাইন্স জিও IUC চার্জ ঘোষণা করার পর অন্যান্য টেলিকম সংস্থাগুলি জিওকে কোণঠাসা করতে IUC চার্জ ছাড়াই যে কোন নেটওয়ার্কে কল করতে পারবেন গ্রাহকরা এমন একের পর এক ঘোষণা করে। এরপরেও থেমে থাকেনি ঐসকল সংস্থা। প্রতি মাসেই নতুন নতুন প্ল্যান ঘোষণা করে Jio কে টেক্কা দিতে চমক দিচ্ছে তারা।

Vodafone : ভোডাফোন তাদের গ্রাহকদের জন্য যে সকল নতুন প্ল্যান ঘোষণা করেছে সেগুলিকে তারা বিভিন্ন ভাগে বাজারে নিয়ে এসেছে।

মান্থলি প্যাক

১৬৯ টাকা – প্রতিদিন ১ জিবি করে ইন্টারনেট, বৈধতা ২৮ দিন।

১৯৯ টাকা – ১.৫ জিবি প্রতিদিন ইন্টারনেট, বৈধতা – ২৮ দিন।

২২৯ টাকা : ২ জিবি ইন্টারনেট প্রতিদিন, বৈধতা ২৮ দিন।

২৫৫ টাকা : ২.৫ জিবি ইন্টারনেট প্রতিদিন। বৈধতা ২৮ দিন।

দীর্ঘকালীন বৈধ প্যাক

৩৯৯ টাকা : প্রতিদিন ১ জিবি ইন্টারনেট, বৈধতা ৮৪ দিন।

৪৫৮ টাকা : ১.৫ জিবি ইন্টারনেট প্রতিদিন। বৈধতা ৮৪ দিন।

৫০৯ টাকা : ১.৫ জিবি ইন্টারনেট প্রতিদিন। বৈধতা ৯০ দিন।

১৬৯৯ টাকা : ১ জিবি ইন্টারনেট প্রতিদিন। বৈধতা ৩৬৫ দিন।

উপরিউক্ত প্রতিটি প্ল্যানের সাথে রয়েছে আনলিমিটেড কলেজ সুবিধা।

ভয়েস কল

১২৯ টাকা : আনলিমিটেড কলের সাথে মাসে ২ জিবি ইন্টারনেট। বৈধতা ২৮ দিন।

৫৯৯ টাকা : আনলিমিটেড কলের বৈধতা ১৮০ দিন। সাথে পাবেন ৬ জিবি ইন্টারনেট।

৯৯৯ টাকা : আনলিমিটেড কলের বৈধতা ৩৬৫ দিন। সাথে পাবেন ১২ জিবি ইন্টারনেট।

Airtel : জিওকে টেক্কা দিতে এয়ারটেল জিওর থেকেও অনেকগুলি সস্তা প্ল্যান নিয়ে এসেছে টেলিকম বাজারে।

১২৯ টাকা : আনলিমিটেড কলের সাথে মাসে ২ জিবি ইন্টারনেট। বৈধতা ২৮ দিন।

১৬৯ টাকা – প্রতিদিন ১ জিবি করে ইন্টারনেট, বৈধতা ২৮ দিন।

১৯৯ টাকা – ১.৫ জিবি প্রতিদিন ইন্টারনেট, বৈধতা – ২৮ দিন।

২৪৯ টাকা : প্রতিদিন ২ জিবি ইন্টারনেট, ৪ লাখের জীবন বীমা। বৈধতা ২৮ দিন।

২৯৯ টাকা : প্রতিদিন ২.৫ জিবি ইন্টারনেট, সাথে Amazon prime Video। বৈধতা ২৮ দিন।

৩৯৯ টাকা : প্রতিদিন ১.৪ জিবি ইন্টারনেট, বৈধতা ৮৪ দিন।

৪৪৮ টাকা : প্রতিদিন ১.৫ জিবি ইন্টারনেট, বৈধতা ৮২ দিন।

৯৯৮ টাকা : বৈধতা ৩৩৬ দিন। সাথে মোট ১২ জিবি ইন্টারনেট।

১৬৯৯ টাকা : প্রতিদিন ১.৪ জিবি ইন্টারনেট। বৈধতা ৩৬৫ দিন।

প্রতিটি প্ল্যানের সাথে রয়েছে আনলিমিটেড কলের সুবিধা।