jio-কে টেক্কা, এই মাসে সবার আগে 5G আনছে Airtel

নিজস্ব প্রতিবেদন : ভারতের টেলিকম বাজারে যে সকল টেলিকম নেটওয়ার্ক তাদের ব্যবসা চালাচ্ছে তার মধ্যে অন্যতম একটি হলো Jio এবং আরেকটি Airtel। এই দুই টেলিকম সংস্থার মধ্যে হামেশাই প্রতিদ্বন্দ্বিতা দেখা যায়। সম্প্রতি 5G স্পেক্ট্রাম নিলামে অন্যান্য সব টেলিকম সংস্থাকে পিছনে ফেলে জিও এগিয়ে থাকলেও জিওকে টেক্কা দিতে চলেছে এয়ারটেল।

এয়ারটেল জিওকে টেক্কা দিচ্ছে 5G লঞ্চের ক্ষেত্রে। নিলামে জিও এগিয়ে থাকলেও প্রথম টেলিকম সংস্থা হিসেবে 5G আনতে চলেছে এয়ারটেল। তাও আবার এর জন্য খুব বেশি সময় অপেক্ষা করতে হবে না বলেই জানা যাচ্ছে সূত্র মারফত। চলতি মাস অর্থাৎ আগস্ট মাসের শেষের দিকেই এই টেলিকম সংস্থা 5G নেটওয়ার্ক স্থাপন করবে এমনটাই ঘোষণা করা হয়েছে।

এই টেলিকম সংস্থার তরফ থেকে জানানো হয়েছে, আগস্ট মাসেই ভারতে 5G নেটওয়ার্ক স্থাপনের জন্য গাঁটছড়া বাঁধা হয়েছে এরিকসন, নোকিয়া এবং স্যামসাংয়ের সঙ্গে। তারাই প্রথম টেলিকম সংস্থা হিসাবে ভারতে 5G সার্ভিস রোলআউট করবে। এরিকসন এবং নোকিয়ার সঙ্গে এয়ারটেলের সম্পর্ক বহুদিনের। তবে স্যামসাংয়ের সঙ্গে খুব সম্প্রতিই সম্পর্ক স্থাপন করেছে সংস্থাটি।

5G স্পেকট্রাম নিলামে অংশগ্রহণ করে সম্প্রতি এয়ারটেল 900 MHz, 1800 MHz, 2100 MHz, 3300 MHz এবং 26 GHz ফ্রিকোয়েন্সিতে 19867.8 MHZ স্পেকট্রাম ক্রয় করার জন্য অংশগ্রহণ করেছিল এবং তা তারা ক্রয় করেছে। এই নিলামে নিজেদের হাতে স্পেকট্রাম আসার পরই তারা তাদের পরিষেবা শুরু করার জন্য ব্যস্ততা শুরু করে দিয়েছে এবং আগস্ট মাসেই পরিষেবা শুরু হবে বলে ঘোষণা করা হয়েছে। এয়ারটেলের তরফ থেকে আগস্ট মাসের শেষের দিকেই পরিষেবা শুরু করে দেওয়ার ঘোষণা করা হলেও জিওর তরফ থেকে এখনো পর্যন্ত কিছু ঘোষণা করা হয়নি।

এয়ারটেলের ম্যানেজিং ডিরেক্টর ও সিইও গোপাল ভিত্তল জানিয়েছেন, “আমরা ঘোষণা করতে পেরে আনন্দিত যে, এয়ারটেল আগস্ট মাসেই 5G পরিষেবা চালু করবে। আমাদের নেটওয়ার্ক চুক্তি ইতিমধ্যেই চূড়ান্ত হয়ে গিয়েছে। গ্রাহকদের 5G সংযোগের সম্পূর্ণ সুবিধা প্রদান করতে সারা বিশ্বের সেরা প্রযুক্তি অংশীদারদের সঙ্গে কাজ করবে এয়ারটেল।”