Jio-কে টেক্কা দিতে নতুন ৩টি প্ল্যান আনল Airtel, ব্যাপক সুবিধা পাবেন গ্রাহকরা

এবার পোস্টপেড প্ল্যান নিয়েও Reliance Jio এবং Airtel-এর মধ্যে তীব্র প্রতিদ্বন্দ্বিতা শুরু হয়ে গিয়েছে। কিছুদিন আগে Jio তার পোস্টপেড ব্যবহারকারীদের জন্য Family Plans বাজারে এনেছে। জিওর প্রতিদ্বন্দ্বিতা করতেই এবার Family Postpaid Plans নিয়ে এল Airtel।

Jio এর পোস্টপেইড প্ল্যানের পর এবার Airtel তাদের নতুন পোস্টপেইড ফ্যামিলি প্ল্যানও লঞ্চ করেছে। যার দাম ৫৯৯ টাকা, ৭৯৯ টাকা এবং ৯৯৮ টাকা। বর্তমানে Airtel কোম্পানি তাদের ওয়েবসাইটে এই তিনটি প্ল্যান তালিকাভুক্ত করেছে। এছাড়াও সমস্ত প্ল্যানে ইউজারদের ইন্টারনেট ডেটা,এছাড়াও OTT প্ল্যাটফর্মের ফ্রি সাবস্ক্রিপশন, কলিং এবং SMS এর মতো সুবিধা দেওয়া হচ্ছে বলে জানা গেছে।

গত সোমবার এয়ারটেল তার পোস্টপেড ফ্যামিলি প্ল্যানের এন্ট্রি-লেভেল ট্যারিফের খরচ কমিয়ে ৫৯৯ টাকা করেছে। সেই সঙ্গেই আবার ৭৯৯ টাকা এবং ৯৯৮ টাকার দুটি আরও পোস্টপেড প্ল্যান লঞ্চ করেছে তারা। অর্থাৎ, এখন Airtel পোস্টপেড Family Plan-এর খরচটাই শুরু হচ্ছে ৫৯৯ টাকা থেকে। Airtel Black প্যাকেজে এই প্ল্যানগুলি অফার করা হবে কাস্টমারদের, যা কাস্টমারদের সুবিধাজনক পরিষেবার প্রতিশ্রুতি দেয়

Airtel এর ৯৯৮ টাকার পোস্টপেইড প্ল্যান – ৯৯৮ টাকার Airtel black প্ল্যানে ইউজারদের আনলিমিটেড কল এবং ১০৫ GB ডেটা সহ একটি ল্যান্ডলাইন কানেকশন এবং ১০৫ Mbps স্পিডের একটি ব্রডব্যান্ড কানেকশন দেওয়া হচ্ছে। এতে Amazon Prime ভিডিও, Disney Plus Hotstar এবং Airtel xtreme সহ মোট ১২ টি অ্যাপে অ্যাক্সেস পাওয়া যাবে।

Airtel এর ৭৯৯ টাকার পোস্টপেইড প্ল্যান – কোম্পানির ৭৯৯ টাকার Airtel Black প্ল্যানে আনলিমিটেড লোকাল এবং STD কল সহ মোট ১০৫ GB ডেটা দেওয়া হচ্ছে। এই প্ল্যানে Amazon Prime ভিডিও, Disney Plus Hotstar এবং Airtel xtreme সহ ১২ টিরও বেশি OTT অ্যাপে অ্যাক্সেস দেওয়া হচ্ছে। এই প্ল্যানে ২৬০ টাকার টিভি চ্যানেলের সুবিধা পাবেন।

Airtel এর ৫৯৯ টাকার পোস্টপেইড প্ল্যান – কোম্পানির নতুন ৫৯৯ টাকার প্ল্যানে ১০০ টি ফ্রি SMS এবং আনলিমিটেড কলিংয়ের সাথে ডেটা রোলওভারের সুবিধা এবং প্রতি মাসে মোট ৭৫ GB ডেটা পাওয়া যায়। এছাড়াও ইউজারদের ৬ মাসের জন্য Amazon Prime সাবস্ক্রিপশন, ১ বছরের জন্য Disney + Hotstar মোবাইল সাবস্ক্রিপশন, ফ্রি হ্যান্ডসেট প্রোটেকশন প্ল্যান দেওয়া হচ্ছে। শুধু তাই নয় রেগুলার কানেকশনের সাথে আনলিমিটেড কলিং সহ একটি ফ্রি অ্যাড-অন কানেকশনও নেওয়া যাবে এতে।