Kolkata-Alipurduar NBSTC Bus: ডুয়ার্স ঘুরতে যাওয়া সহজ করতে কলকাতা থেকে এসি বাস চালাবে NBSTC

Shyamali Das

Published on:

Advertisements

কলকাতা : আর মাত্র কয়েকটা দিন তারপরেই আসছে বাঙ্গালীদের শ্রেষ্ঠ উৎসব দুর্গাপুজো। দুর্গাপুজোর সময় থাকা টানা ছুটিতে কাজে লাগিয়ে ভ্রমণপিপাসু বাঙালিরা বিভিন্ন জায়গায় ঘুরতে যান। ঘুরতে যাওয়ার ক্ষেত্রে বাঙালিদের সবচেয়ে পছন্দের জায়গা উত্তরবঙ্গ ধরা যেতে পারে। এবার এইসকল পর্যটকদের কথা মাথায় রেখে, ডুয়ার্স ঘুরতে যাওয়াকে আরও সহজ করতে কলকাতা থেকে এসি বাস চালানোর সিদ্ধান্ত নিল উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহণ নিগম (Kolkata-Alipurduar NBSTC Bus)।

Advertisements

পুজোর সময় টানা ছুটিতে কাজে লাগিয়ে বিভিন্ন জায়গা থেকে পর্যটকরা উত্তরবঙ্গের শৈলশহর দার্জিলিং, কালিম্পং, ডুয়ার্স সহ বিভিন্ন জায়গায় ভিড় জমান। যে কারণেই এই সকল রুটের ট্রেনের টিকিট এখন থেকেই চাহিদার বাইরে যেতে শুরু করেছে। ট্রেনের টিকিট না পেলে উপায় বিমান অথবা বাস। কিন্তু বিমানের ভাড়া তো আর সবার পক্ষে দেওয়া সম্ভব হয় না।

Advertisements

ট্রেনের টিকিটের চাহিদা দেখে রেলের তরফ থেকে পুজোর সময় স্পেশাল ট্রেন চালালেও সেই সকল অধিকাংশ ট্রেনে গেলে শিলিগুড়িতে নামতে হয়। এরপর আবার শিলিগুড়ি থেকে দার্জিলিং, কালিম্পং, ডুয়ার্স সহ বিভিন্ন জায়গায় গাড়ি ভাড়া অথবা বাসে চড়ে যেতে হয়। এক্ষেত্রে যাত্রীদের ধকল অনেকটাই বেড়ে যায়। এমন পরিস্থিতিতে যারা পূজোর সময় ডুয়ার্স ঘুরতে যেতে চাইছেন তাদের জন্য সরাসরি বাসের ব্যবস্থা করছে উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন নিগম।

Advertisements

আরও পড়ুন : Durga Puja Rules: চলতি বছরের পুজোর ছাড়পত্র পেতে গেলে মানতে হবে নয়া নিয়ম

উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন নিগমের এমন পরিকল্পনার পরিপ্রেক্ষিতে কলকাতা থেকে সরাসরি বাসে চড়ে আলিপুরদুয়ার পৌঁছে যাওয়া যাবে। উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন নিগমের চেয়ারম্যান পার্থপ্রতিম রায় জানিয়েছেন, পুজোর সময় আলিপুরদুয়ার থেকে কলকাতা একটি এসি রকেট বাস চালানো হবে। আলিপুরদুয়ার ডিপো থেকে ওই বাসটি ছাড়বে এবং ফেরার পথে কলকাতা ডিপো থেকে আলিপুরদুয়ার ডিপোর উদ্দেশ্যে রওনা দেবে।

এমনিতে এখন কলকাতা ও আলিপুরদুয়ারের মধ্যে সপ্তাহে তিন দিন বাস পরিষেবা রয়েছে। তবে সেই বাসগুলির কোনটি এসি বাস না হওয়ার কারণে যাত্রীদের যাতায়াতের ক্ষেত্রে অনেক সমস্যায় পড়তে হয়। এমন পরিস্থিতিতে পর্যটকদের কমফোর্টের কথা মাথায় রেখে পুজোর সময় এসি রকেট বাস চালানোর সিদ্ধান্ত নিয়েছে এনবিএসটিসি। এতে পর্যটকরা বা সাধারণ যাত্রীরা অনেক আরাম করেই তাদের গন্তব্যে পৌঁছাতে পারবেন। অনেক সহজেই পর্যটকরা কলকাতা থেকে ডুয়ার্স ভ্রমণের জন্য যেতে পারবেন আবার ডুয়ার্স থেকে কলকাতা ফিরে আসতে পারবেন। যদিও এই বাসটি কবে থেকে চালু হবে এবং সপ্তাহে কতদিন চলবে বা এর সময়সূচী কি হবে তা এখনো জানানো হয়নি, এই বিষয়ে খুব তাড়াতাড়ি জানানো হবে।

Advertisements