Unlimited কল, কম ইন্টারনেটের Jio-র লাভজনক দুটি রিচার্জ প্ল্যান

নিজস্ব প্রতিবেদন : ভারতের মতো জনবহুল দেশে দিন দিন বেড়ে চলেছে মোবাইল ব্যবহারকারীর সংখ্যা। টেলিকম বাজারের বিপুল সংখ্যক গ্রাহক থাকা এই বাজারে বর্তমানে বৃহত্তম টেলিকম নেটওয়ার্ক হয়ে উঠেছে মুকেশ আম্বানির সংস্থা Reliance Jio। সস্তায় গ্রাহকদের নানান ধরনের অফার দেওয়ার নিরিখে তারা এই জনপ্রিয়তা লাভ করেছে।

মুকেশ আম্বানির টেলিকম সংস্থা Reliance Jio-র গ্রাহক সংখ্যা বর্তমানে ছাড়িয়ে গেছে ৪০ কোটির বেশি। তবে এই গ্রাহকদের মধ্যে প্রত্যেকেই যে ইন্টারনেট ব্যবহার করেন এমনটা নয়। আবার অনেকের বাড়িতেই ওয়াইফাইয়ের সুবিধা থাকায় মোবাইল ডেটা ব্যবহার করেন না। যে কারণে এই সকল গ্রাহকদের জন্য সংস্থার তরফ থেকে দুটি লাভজনক রিচার্জ প্ল্যান রাখা হয়েছে। যে দুটি রিচার্জ প্ল্যান হলো ১২৯ টাকা এবং ৩২৯ টাকা। চলুন দেখে নেওয়া যাক এই দুটি রিচার্জ প্ল্যানে গ্রাহকরা কি কি সুবিধা পেয়ে থাকেন।

১২৯ টাকা : ১২৯ টাকা রিচার্জ প্ল্যানে Reliance Jio-র গ্রাহকরা ভারতবর্ষের যেকোনো নেটওয়ার্কে আনলিমিটেড কলের সুবিধা পান। সাথে রয়েছে মোট ৩০০টি এসএমএস এবং মোট ২ জিবি ডেটা। এই রিচার্জ প্ল্যানের বৈধতা ২৮ দিন।

৩২৯ টাকা : ৩২৯ টাকা রিচার্জ প্ল্যানে Reliance Jio-র গ্রাহকরা পান ভারতবর্ষের যেকোনো নেটওয়ার্কে আনলিমিটেড কলের সুবিধা। পাশাপাশি এতে রয়েছে মোট ৬ জিবি ডেটা এবং মোট ১০০০টি এসএমএস। এই রিচার্জ প্ল্যানের বৈধতা ৮৪ দিন।

এছাড়াও একই রকম আরও একটি রিচার্জ প্ল্যান রয়েছে Reliance Jio-র। যেটি হল ১২৯৯ টাকার। যাতে গ্রাহকরা যে কোন নেটওয়ার্কে আনলিমিটেড কলের সুবিধার পাশাপাশি পান মোট ২৪ জিবি ডেটা এবং ৩৬০০ টি এসএমএস ৩৩৬ দিনের জন্য।