হাতে আসা ভ্যাকসিন সার্টিফিকেট আসল না নকল, রইলো জানার পদ্ধতি

নিজস্ব প্রতিবেদন : করোনা ভ্যাকসিন নেওয়ার পর সরকারের তরফ থেকে দেওয়া হচ্ছে সার্টিফিকেট। প্রথম ডোজ নেওয়ার পর মিলছে প্রথম ডোজের সার্টিফিকেট এবং দ্বিতীয় ডোজ নেওয়ার পর পাওয়া যাবে সম্পূর্ণ সার্টিফিকেট। তবে অনেক ক্ষেত্রেই নকল সার্টিফিকেট বিভিন্ন মাধ্যমে ঘুরে বেড়াচ্ছে। সে ক্ষেত্রে আপনি কীভাবে জানবেন আপনার কাছে থাকা ভ্যাকসিন সার্টিফিকেটটি আসল না নকল।

ভ্যাকসিন সার্টিফিকেট আসল না নকল তা জেনে নেওয়ার আগে এই ভ্যাকসিন সার্টিফিকেট কতটা গুরুত্বপূর্ণ তা জানা দরকার। বর্তমান করোনা পরিস্থিতির নিরিখে আগামী দিনে ভ্যাকসিন সার্টিফিকেট অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি নথিতে পরিণত হতে চলেছে। কারণ আগামী দিনে এমনও পরিস্থিতি আসতে পারে যেখানে ভ্যাকসিন সার্টিফিকেট ছাড়া এন্ট্রি দেওয়া হবে না। আর এই সকল ক্ষেত্রের আগেই জেনে নেওয়া দরকার আপনার ভ্যাকসিন সার্টিফিকেটটি আসল না নকল।

ভ্যাকসিন সার্টিফিকেট আসল না নকল জানার জন্য যেতে হবে ভারত সরকারের ভ্যাকসিন সার্টিফিকেট ভেরিফাই করার অফিশিয়াল ওয়েবসাইট verify.cowin.gov.in -এ। সেখানে ‘Scan QR code’ নামে একটি অপশন থাকবে। এখন আপনার ভ্যাকসিন সার্টিফিকেটে যে ‘QR code’ টি রয়েছে সেটিকে স্ক্যান করতে হবে।

স্ক্যান করার পর আপনার ভ্যাকসিন সার্টিফিকেট যদি আসল হয়ে থাকে তাহলে ‘Certificate Successfully Verified’ মেসেজ দেখাবে। পাশাপাশি ভ্যাকসিন গ্রহীতার নাম, বয়স, লিঙ্গ, Beneficiary Reference ID, ভ্যাকসিন নেওয়ার দিন ইত্যাদি যাবতীয় তথ্য দেখিয়ে দেওয়া হবে।

স্বাভাবিকভাবেই যদি আপনার কাছে থাকা ভ্যাকসিন সার্টিফিকেটটি নকল হয়ে থাকে তাহলে ভারত সরকারের এই ওয়েবসাইটে ওই সার্টিফিকেট কেন করলে কোন তথ্য দেওয়া হবে না। তথ্য না পাওয়া গেলে বুঝে নিতে হবে আপনার ভ্যাকসিন সার্টিফিকেট নকল।