Tilpara Barrage: তিলপাড়া ব্যারেজে জোর কদমে চলছে মেরামতির কাজ। দিনরাত এক করে মেরামতির কাজ চালাচ্ছেন কর্মীরা। তবে এসবের মধ্যেই যা ঘটলো তিলপাড়ায় তার রীতিমতো চমকে দেবে আপনাকে তা নিয়ে কোনও সন্দেহ নেই।
তিলপাড়া ব্যারেজের (Tilpara Barrage) মেরামতির কাজ চলার মাঝেই রবিবার সকাল সাড়ে নটার সময় একটি মস্ত বড় অজগর সাপ দেখতে পান শ্রমিকরা। ব্যারেজে সংস্কারের কাজ চলাকালীন বালি ও পাথরের স্তুপ থেকে সাপটি বেরিয়ে আসতে দেখেন তারা এবং তা দেখেই রীতিমতো আতঙ্কিত হয়ে পড়েন। আর এই ঘটনার পরই ওই অজগরটিকে উদ্ধার করার জন্য ফোন করা হয় বন্যপ্রাণী অপরাধ নিয়ন্ত্রণ ব্যুরোর সদস্য তথা সর্প বিশেষজ্ঞ দীনবন্ধু বিশ্বাসকে। তিনি খবর পেয়ে এই তড়িঘড়ি তিলপাড়া ব্যারেজের (Tilpara Barrage) নিচ থেকে ওই অজগরটিকে উদ্ধার করেন।
আরও পড়ুন: তিলপাড়া ব্যারেজের কাজ পরিদর্শনে অনুব্রত মণ্ডল, বিকল্প রাস্তা নিয়ে যা বললেন
দীনবন্ধু বিশ্বাস যে অজগরটি এদিন উদ্ধার করেছেন সেটি স্ত্রী সাপ এবং প্রায় ৮ ফুট লম্বা। ওজন ১২ কেজির মতো হবে বলেই অনুমান। দীনবন্ধু বিশ্বাস এই নিয়ে ৫৩ টি অজগর সাপ উদ্ধার করলেন। সাপটিকে রবিবারই বনদপ্তর এর সহযোগিতায় অনুকূল পরিবেশে পুনর্বাসন দেওয়া হয়।