‘মমতার 3T বনাম মোদির 3B’, বাংলা ভোটের নয়া বার্তা শাহের

নিজস্ব প্রতিবেদন : হাইভোল্টেজ নন্দীগ্রামের ভোটগ্রহণ প্রক্রিয়া শেষ হয়েছে গতকাল। আর এই ভোটগ্রহণ প্রক্রিয়া শেষ হওয়ার পর অন্যান্য বিধানসভা কেন্দ্রগুলিকে পাখির চোখ করে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ শুক্রবার কোচবিহারের শীতলকুচিতে জনসভা করলেন। আর এই জনসভা থেকেই কর্মীদের চাঙ্গা করার জন্য তিনি বার্তা দিলেন, ‘মমতার 3T বনাম মোদির 3B’।

এদিনের এই জনসভা থেকে অমিত শাহ দাবি করলেন, “২ মে দিদি যাচ্ছেন। উত্তরবঙ্গে উন্নয়ন আসছে।” পাশাপাশি তিনি এদিনের এই সভা থেকে দাবি করেছেন, এখনো পর্যন্ত যে দুই দফায় ৬০টি আসনে ভোট হয়েছে তার মধ্যে কমকরে ৫০টি আসন তারা পেতে চলেছেন। আর এরই পরিপ্রেক্ষিতে তিনি দাবি করলেন বিজেপি কমকরে ২০০টি আসন নিয়ে বাংলায় সরকার গড়বে।

শুধু অমিত শাহ নন, নন্দীগ্রামে ভোটের দিন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী পরপর দুটি যে সভা করেছিলেন সেই দুটি সভা থেকেও একই রকম দাবি করেছিলেন। যদিও বিজেপির এই সকল দাবি-দাওয়াকে তৃণমূল পাত্তা দিতে চাইনা এবং তৃণমূল পাল্টা দাবি করেছে ২০২৪ লোকসভা নির্বাচনে যেন মোদি বারাণসির থেকে সুরক্ষিত একটি আসন খুঁজে নেন। তবে এসব বাকবিতণ্ডার মাঝে অমিত শাহের এই ‘মমতার 3T বনাম মোদির 3B’ ফর্মুলা আসলে কি?

[aaroporuntag]
অমিত শাহ এই ফর্মুলা জারি করে বার্তা দেওয়ার সময় বলেন, “মোদি সরকার চলে এই 3B ফর্মুলায়। যার অর্থ হলো বিকাশ, বিশ্বাস, বাণিজ্য। অন্যদিকে মমতা সরকার চালান 3T ফর্মুলায়। এর অর্থ হলো তোলাবাজি, তানাশাহি, তুষ্টিকরণ।”