তিন দিন ধরে হাসপাতালে চিকিৎসাধীন বিগ বি অমিতাভ বচ্চন

নিজস্ব প্রতিবেদন : মঙ্গলবার গভীর রাত থেকে বলিউড শাহেনশাহ অমিতাভ বচ্চন হাসপাতালে ভর্তি রয়েছেন। লিভারের সমস্যা নিয়ে তিনি মুম্বাইয়ের নানাবতী হাসপাতালে চিকিৎসাধীন। তবে হাসপাতালে ভর্তি থাকলেও তাঁর শারীরিক অবস্থা স্থিতিশীল বলে জানা গিয়েছে।

অমিতাভ বচ্চনকে আইসিইউতে না রাখা হলেও খুবই সাবধানতা বস তার চিকিৎসা চলছে বলে জানা গিয়েছে। যদিও তার অসুস্থতার বিষয়ে বচ্চন পরিবারের তরফ থেকে প্রকাশ্যে সেভাবে কিছু আনা হয়নি। হাসপাতালের কেবিন জীবাণুমুক্ত অবস্থায় তাঁর চিকিৎসা চলছে। মঙ্গলবার অর্থাৎ ১৫ই অক্টোবর রাত ২ টা নাগাদ তাকে ভর্তি করা হয় এবং আগামী ২০ তারিখ রবিবার তাঁকে হাসপাতাল থেকে ছাড়া হবে বলে জানা গিয়েছে। এবছর ১১ই অক্টোবর তিনি ৭৭ বছরে পা দেন। সেদিন তিনি নিজের অনুরাগীদের বাংলার বাইরে এসে ধন্যবাদও জ্ঞাপন করেন।

১৯৮২ সালে বলিউড শাহেনশাহ অমিতাভ বচ্চন একটি দুর্ঘটনায় আহত হন। তারপর থেকেই লিভারের মাত্র ২৫ শতাংশ ক্রিয়াশীল অবস্থায় রয়েছেন।

কিছুদিন আগে অমিতাভ বচ্চন নিজেই জানিয়েছিলেন, টিউবারকিউলোসিসের চিকিৎসা হয়েছিল তার ২০০০ সালে। কিন্তু তার আট বছর পর থেকেই আবার শরীরে রোগ বাসা বাঁধে। পরে তিনি হেপাটাইটিস-বি রোগেও আক্রান্ত হন। তারপর থেকেই দফায় দফায় চিকিৎসা ছাড়াও চিকিৎসকদের পর্যবেক্ষণের মধ্যেই তাকে থাকতে হয়।

তবে হাসপাতালে ভর্তি থাকলেও বলিউড শাহেনশাহ অমিতাভ বচ্চন একাধিক টুইট করেছেন এই কয়েকদিনে। সম্প্রতি তিনি জয়া বচ্চনের একটি সাদা কালো ছবিও পোস্ট করেছেন। এছাড়াও নিজের পুরাতন দিনের ছবি পোষ্ট করে স্মৃতিচারণ করেছেন।