লকডাউনের মাঝেই উচ্চমাধ্যমিক পরীক্ষা নিয়ে গুরুত্বপূর্ণ ঘোষণা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের

নিজস্ব প্রতিবেদন : করোনা ভাইরাসের সংক্রমণ ঠেকাতে গত মার্চ মাসের ২৩ তারিখ বিকাল ৫ টা থেকে পশ্চিমবঙ্গে জারি হয় লকডাউন। এই লকডাউন কেন্দ্র সরকারের ঘোষণা অনুযায়ী শেষ হওয়ার কথা ছিল ১৪ ই এপ্রিল। তবে তার আগে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়ে ছিলেন লকডাউন চলবে ৩০ শে এপ্রিল পর্যন্ত। পরে আবার কেন্দ্র সরকারের ঘোষণা, লকডাউন সারাদেশে জারি থাকবে ৩রা মে পর্যন্ত। আর এই লকডাউন চলাকালীনই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় উচ্চমাধ্যমিক পরীক্ষার বাকি পরীক্ষাগুলি কবে হবে, পাশাপাশি একাদশ শ্রেণির পড়ুয়াদের কী হবে তা নিয়ে বুধবার নবান্ন থেকে রাজ্য সরকারের সিদ্ধান্তের কথা জানিয়ে দিলেন।

ভারতে করোনা ভাইরাসের সংক্রমণ বেড়ে চলার সাথে সাথে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মার্চ মাস থেকে রাজ্যের প্রতিটি শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ রাখার সিদ্ধান্ত নেন। আর এই সিদ্ধান্তের মাঝেই চলছিল উচ্চমাধ্যমিক পরীক্ষা। যদিও সে সময় পরীক্ষা চালু রাখা কথা জানায় রাজ্য সরকার। তবে পরিস্থিতি পরে বেগতিক হতে শুরু করলে উচ্চমাধ্যমিকের কিছু পরীক্ষাও আপাতত স্থগিত রাখার কথা ঘোষণা করে রাজ্য সরকার। রাজ্য সরকারের তরফ থেকে এই ঘোষণা করা হয় ২১ শে মার্চ। পাশাপাশি জানানো হয় উচ্চমাধ্যমিকের এই দুটি পরীক্ষা হবে ১৫ই এপ্রিলের পর। কিন্তু এপ্রিল মাসের ১৫ তারিখ চলে এলেও করোনা পরিস্থিতির কোনরকম উন্নতি লক্ষ্য করা যাচ্ছে না ভারতে তথা আমাদের রাজ্যে। সেই মতো মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এদিন জানান উচ্চমাধ্যমিকের বাকি পরীক্ষাগুলি হবে জুন মাসে।

তবে রাজ্য সরকারের তরফ থেকে এদিন আগাম কোনো দিনক্ষণ ঘোষণা করা হয়নি পরীক্ষার বিষয়ে। পাশাপাশি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নবান্নে সাংবাদিক বৈঠকে জানান একাদশ শ্রেণির পড়ুয়াদের পাশ করিয়ে দেওয়া হবে। কলেজ, বিশ্ববিদ্যালয় ও ইঞ্জিনিয়ারিং পড়ুয়াদের একটা করে সেমিস্টার এগিয়ে যাবে। ওইসব পড়ুয়াদের দিতে হবে ফাইনাল সেমিস্টার।

প্রসঙ্গত, করোনা সতর্কতায় সমস্ত রকম সরকারি ও বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান আগামী ১০ জুন পর্যন্ত বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে রাজ্য সরকার।