আজকাল শিল্পপতি মুকেশ আম্বানির ছেলে অনন্ত আম্বানিকে দেখলেই সর্বপ্রথম মাথায় আসে ভানতারার কথা। পশুদের প্রতি তার অগাধ ভালোবাসা অনুরাগীদের চোখে তাকে আরও মহান করে তোলে। এবার আবারও পশুদের প্রতি তার স্নেহের ছবি ধরা পড়লো। অনন্ত আম্বানি আগামী ১০ই এপ্রিল ৩০ বছরে পা দেবেন।
তার এই জন্মদিনের আগেই তিনি একটি পবিত্র পদযাত্রায় সামিল হয়েছিলেন যা ছিল জামনগর থেকে দ্বারকা পর্যন্ত। কিন্তু আচমকাই যাত্রা পথে একঝাঁক মুরগিকে খাঁচাবন্দি দেখে দাঁড়িয়ে পড়েন তিনি। সেই মুরগির দলকে কার্যত বন্ধ খাঁচা থেকে উদ্ধার করতে মাঝপথে তার যাত্রা থামিয়ে দেন তিনি।
আরও পড়ুন: Summer Heat Prediction: এবছর চরম গরমে অতিষ্ঠ হবে জনজীবন! কী বলছে আবহাওয়া অফিস?
প্রসঙ্গত, আটোসাটো নিরাপত্তার মধ্যে দিয়ে গত ৫ দিন ধরে ১০-১২ কিমি পথ অতিক্রম করে দ্বারকার দোকাধীশ মন্দিরে পা পড়েছে অনন্ত আম্বানির।ভাইরাল হওয়া সেই ভিডিওতে দেখা যাচ্ছে, একটি বড় খাঁচার সামনে নিরাপত্তারক্ষীদের ঘেরাটোপের মধ্যেই একটি মুরগিকে নিজের হাতে ধরে রেখেছেন তিনি। এবং সেখানে দাঁড়িয়ে কাউকে কিছু নির্দেশ দিচ্ছেন তিনি। এছাড়া দেখা যাচ্ছে, তিনি মুরগির মালিককে টাকা দেওয়ার কথা বলছেন যাতে বাড়তি ঝুট ঝামেলা এড়ানো যায়।
উল্লেখ্য, অনন্ত আম্বানি পদযাত্রায় পা মিলিয়ে তার যাত্রা অব্যাহত রাখার জন্য মন্দিরে থেমে ইশ্বরের নিকট প্রার্থনা করছেন ও আশীর্বাদ চাইছেন। ১৪০ কিমির অধিক জামনগর থেকে দ্বারকার দূরত্ব। অনন্ত আম্বানি এখনও অবধি ৬০ কিমির বেশি পথ পার করেছেন। সংবাদ সংস্থা এএনআইকে অনন্ত আম্বানি জানিয়েছেন, “আমি যুবকদের উদ্দেশ্যে বলতে চাই যে নির্বিঘ্নে কোনও কাজ করার জন্য সর্বপ্রথম ভগবান দ্বারকাধীশের উপর আস্থা রাখুন এবং ভগবান দ্বারকাধীশকে স্মরণ করুন। আপনার কাজে তাহলে কোনও বাধা বিপত্তি থাকবে না এবং তা ভালো ভাবে শেষ হবে। যখন ঈশ্বর উপস্থিত থাকবেন তখন চিন্তার কিছু নেই।”
প্রসঙ্গত, ভানতারা হল রিলায়েন্স জামনগর রিফাইনারি কমপ্লেক্সের বুকে গড়ে ওঠা এক সুবিশাল আকারের প্রাণী উদ্ধার কেন্দ্র। এই উদ্যোগটি আম্বানির তরফে হয়েছে উদ্ধার হওয়া প্রাণীদের অভয়ারণ্য প্রদানের জন্য। সম্প্রতি, প্রধানমন্ত্রীর হাতে উদ্বোধন হয় এই কমপ্লেক্সটি এবং তিনি ঘুরে দেখেন ভানতারা। এটিকে ‘কর্পোরেট’ বিভাগের অধীনে ভারত সরকার কর্তৃক প্রাণী কল্যাণে ভারতের সর্বোচ্চ সম্মান মর্যাদাপূর্ণ ‘প্রাণী মিত্র’ জাতীয় পুরস্কারে ভূষিত করা হয়েছে।