রাঢ়বাসীদের জন্য সুখবর, স্বল্প মূল্যে চালু হচ্ছে অন্ডাল চেন্নাই বিমান পরিষেবা

নিজস্ব প্রতিবেদন : কলকাতা গিয়ে বিমান ধরে চেন্নাই যাওয়ার ধকল সহ্য করতে করতে নাজেহাল রাঢ় বাংলার বাসিন্দারা। তবে এবার পুজোর আগে সেই সকলকে অব্যাহতি দিয়ে রাঢ়বাসীদের জন্য এলো সুখবর। চালু হতে চলেছে সোজা অন্ডাল থেকে চেন্নাই, চেন্নাই থেকে অন্ডাল বিমান পরিষেবা, তাও আবার স্বল্পমূল্যে।

বর্তমানে পশ্চিমবঙ্গের বহু মানুষ রয়েছেন যারা চিকিৎসার জন্য পাড়ি দেন দক্ষিণ ভারতের চিকিৎসাকেন্দ্রগুলিতে। দীর্ঘ রাস্তা হওয়ার কারনে ট্রেনে যাতায়াত রোগীরা অনেক সময় অসুস্থ হয়ে পড়েন। তাই অনেকেই বেছে নেন বিমান পরিষেবাকে। কিন্তু এযাবত বিমানে চেন্নাই অথবা দক্ষিণ ভারতের বিভিন্ন চিকিৎসা কেন্দ্রে যাওয়ার জন্য একমাত্র ভরসা ছিল কলকাতা বিমানবন্দর। তবে এবার এই বিমান পরিষেবা নতুন সংযোজন অন্ডাল থেকে চেন্নাই, চেন্নাই থেকে অন্ডাল বিমান পরিষেবা।

বামফ্রন্ট সরকারের উদ্যোগে প্রথম অন্ডালে বেসরকারি বিমান নগরী তৈরির কাজ শুরু হয়। তারপর ২০১১ সালে তৃণমূল সরকার রাজ্যশাসনে এলে ২০১২ সালে ২৩০০ একর জমি নিয়ে অন্ডাল বিমান নগর তৈরিতে দ্রুততা আসে। এই বিমানবন্দর থেকে সরাসরি এয়ার ইন্ডিয়ার বিমানে দিল্লি, হায়দ্রাবাদ, বেঙ্গালুরু যাওয়ার মত বিমান পরিষেবা রয়েছে। আর এই পরিষেবার মধ্যে নতুন সংযোজন স্পাইস জেটের ১৬৮টি আসন বিশিষ্ট অন্ডাল চেন্নাই বিমান পরিষেবা।

অক্টোবর মাসের ২৭ তারিখ থেকে নতুন এই বিমান পরিষেবা রোজ পাওয়া যাবে অন্ডাল বিমানবন্দর থেকে। দীর্ঘদিন ধরে এই রুটে বিমান পরিষেবা নিয়ে প্রত্যাশার আলো দেখছিল পশ্চিম বর্ধমানের বাসিন্দারা। পাশাপাশি আশা ছিল বাঁকুড়া, বীরভূম, পুরুলিয়া, পার্শ্ববর্তী রাজ্য ঝাড়খন্ড এবং বিহারের বাসিন্দাদের মধ্যেও।

স্পাইসজেটের এই বিমানটি প্রতিদিন যাতায়াত করবে। এই বিমানে যাতায়াত করার জন্য গ্রাহকদের গুনতে হবে ৩৮৯৮ টাকা। চেন্নাই থেকে বিকাল ৫ টা ৩৫ মিনিটে ছেড়ে বিমানটি অণ্ডালে এসে পৌঁছাবে সন্ধ্যা ৭ টা ৫০ মিনিটে৷ আবার ওই বিমানটি অণ্ডাল থেকে ছাড়বে রাত ৮ টা ২০ মিনিটে৷ চেন্নাই বিমানবন্দরে নামবে রাত ১০ টা ৪৫ মিনিটে। অর্থাৎ যাতায়াতের জন্য সময় লাগবে মাত্র আড়াই ঘণ্টা।