দুদিনের মাথায় বীরভূম থেকে গ্রেপ্তার তিন তিনজন জ*ঙ্গি। তিনজনই ভারতে নিষিদ্ধ জেএমবি জ*ঙ্গি সংগঠনের সঙ্গে যুক্ত বলেই জানা যাচ্ছে। এদের বিরুদ্ধে রাষ্ট্রবিরুদ্ধ কাজকর্মের অভিযোগ রয়েছে।
এসটিএফ তাদের তদন্ত চালিয়ে প্রথম দিন দুজন এবং পরে আরও একজনকে গ্রেফতার করে। যে তিনজন গ্রেপ্তার হয়েছেন তাদের মধ্যে আবার দুজনের বাড়ি বীরভূমে, যদিও একজন দক্ষিণ ২৪ পরগনার ডায়মন্ড হারবারের বাসিন্দা। প্রত্যেকেই নিষিদ্ধ জ*ঙ্গি সংগঠন জেএমবির সঙ্গে যুক্ত বলেই জানা গিয়েছে পুলিশ সূত্রে।
আরও পড়ুন: বাড়ল রাজ্যের সরকারি স্কুলে গ্রীষ্মের ছুটি! পড়ুয়ারা কবে থেকে ফিরবে ক্লাসে?
গ্রেপ্তার হওয়া তিনজনের মধ্যে বীরভূমের দুই বাসিন্দা আজমল হোসেন এবং সাহেব আলী খান। আজমল হোসেন নলহাটি থানার বানিওর সংলগ্ন চন্ডিপুর গ্রামের বাসিন্দা। তাজমল এসআই একজন হাতুড়ে ডাক্তার। অন্যদিকে সাহেব আলী খান হলেন মুরারই থানার অন্তর্গত রুদ্রনগর গ্রামের বাসিন্দা। তিনি কলকাতার মেটিয়াব্রুজে জামাকাপড় সেলাই করতেন। অন্যদিকে তৃতীয় যে জন গ্রেপ্তার হয়েছেন তিনি হলেন মহঃ আব্বাস উদ্দিন।