সেপ্টেম্বর মাসের দ্বিতীয় সপ্তাহে বীরভূমের বোলপুর থানার অন্তর্গত অজয় নদ লাগোয়া শিঙি অঞ্চলের লাউদহ গ্রামে একটি বিশালাকার গ্যাস সিলিন্ডারের মত দেখতে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়কার বোমা উদ্ধার করা হয়। স্থানীয় জেলেরা ওই বোমাটি দেখতে পান এবং তারপর তা উদ্ধার করে পুলিশে খবর দেওয়া হলে প্রায় এক মাস বোমাটিকে ঘিরে রাখার পর বুধবার সেটি কেন্দ্রীয় বাহিনীর সহযোগিতায় নিষ্ক্রিয় করা হয়।
তবে আশ্চর্যজনকভাবে ওই দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়কার বোমাটি নিষ্ক্রিয় করার কয়েক ঘন্টা কাটতে না কাটতেই ফের আরও একটি একই ধরনের বিশালাকার দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়কার বোমা উদ্ধার হল একই এলাকায়। স্বাভাবিকভাবেই একের পর এক এইভাবে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়কার বোমা উদ্ধার ঘিরে অনেকেই প্রশ্ন তুলছেন হচ্ছেটা কি অনুব্রত গড়ে!
নতুন করে যে বিশালাকার বোমাটি উদ্ধার করা হয়েছে সেটিও জেলেদের পায়ে ঠেকে অজয় নদে মাছ ধরার সময়। বৃহস্পতিবার রাতে যখন এলাকার জেলেরা মাছ ধরতে গিয়েছিলেন তখন ওই বোমাটি পায়ে ঠেকার পর সেটিকে তারা নিয়ে আসেন নদীর পাড়ে। তারপর তারা পুলিশকে খবর দেন এবং পুলিশ যাতে দ্রুত এই বোমাটি নিষ্ক্রিয় করার ব্যবস্থা গ্রহণ করে সেই আবেদন জানিয়েছেন।
প্রায় একমাস ধরে একটি দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়কার বোমা এলাকায় মজুত থাকার পর তা নিষ্ক্রিয় করতে না করতেই ফের আরও একটি এই ধরনের বোমা উদ্ধার হওয়ায় এলাকার বাসিন্দাদের চোখে মুখে আতঙ্ক লক্ষ্য করা যাচ্ছে।
