Anubrata Mondal: মনে ধরে গেল তাঁতের গামছা, কিনেই বাড়ি ফিরলেন অনুব্রত মণ্ডল

Anubrata Mondal: গামছা কিনলেন অনুব্রত মণ্ডল! তাঁতের গামছা দেখে পছন্দ হতেই সেই গামছা নিয়ে গেলেন বীরভূমের দাপুটে তৃণমূল নেতা তথা রাজ্য এসআরডিএ চেয়ারম্যান অনুব্রত মণ্ডল।

আসলে সোমবার বীরভূমের সিউড়িতে তাঁত বস্ত্র মেলার উদ্বোধন করা হয় বীরভূম জেলা প্রশাসনের পক্ষে। এই মেলার উদ্বোধনী অনুষ্ঠানে অন্যতম অতিথি হিসাবে উপস্থিত ছিলেন এসআরডিএ চেয়ারম্যান অনুব্রত মণ্ডল (Anubrata Mondal), জেলাশাসক বিধান রায় সহ অন্যান্যরা। মেলার উদ্বোধনের পর অনুব্রত মণ্ডল মেলায় যে সকল তাঁত বস্ত্রের দোকান বসেছে সেই সব দোকান ঘুরে দেখেন এবং ঘুরে দেখতে দেখতেই হঠাৎ তাঁতের গামছা দেখে তার মনে ধরে যায়। আর তারপরেই অনুব্রত মণ্ডল ওই গামছা কিনে বাড়ি ফেরেন।

মেলা প্রসঙ্গে অনুব্রত মণ্ডল (Anubrata Mondal) জানান, খুবই ভালো জিনিস একটা। এরকম মেলা হলে তাঁতিদের সুবিধা হয়। তারপর গামছা কেনা প্রসঙ্গেও বলেন, মন হলো তাই একটা গামছা কিনে নিলাম।