শুক্রবার ছিল অনুব্রত মণ্ডলের জন্মদিন। ৬৫ বছরে পা রাখেন বীরভূমের এই রাজনৈতিক নেতা। সকালে মেয়ের উদ্যোগে বাড়িতেই কেক কাটার আয়োজন হয়। এরপর বিকালে তিনি উপস্থিত হন বোলপুর তৃণমূল কার্যালয়ে, যেখানে অনুগামী ও সমর্থকদের ভিড় উপচে পড়ে। সবার উপস্থিতিতে আবারও কেক কাটেন অনুব্রত মণ্ডল।
কেক কাটার পর সাংবাদিকদের তিনি জানান এর আগে কোনওদিনই তিনি কেক কাটেননি, এমনকি আজ তাঁর জন্মদিন সেটাও তাঁর খেয়ালে ছিল না। অনুগামীদের উদ্যোগেই প্রথমবার কেক কাটলেন তিনি।
হাসিমুখে অনুব্রত বলেন, কেক কাটার চক্করে আজ ডায়েট রাখা গেল না, তবে অনুগামীদের ভালোবাসা ও এই আয়োজনে তিনি ভীষণ খুশি। জন্মদিনে তাঁর একটাই বার্তা ঈশ্বর সবাইকে ভালো রাখুন।
জেলার বিভিন্ন প্রান্ত থেকে আসা কর্মীরা এদিন তাঁর হাতে কেক । নেতা হিসেবে নয় একজন মানুষের প্রতি অনুগামীদের এই ভালোবাসাই তাঁকে সবচেয়ে বেশি স্পর্শ করেছে বলে জানান অনুব্রত মণ্ডল।
