অগ্রহায়ণ কালীর উদ্বোধন করতে এসে দুবরাজপুরে ভয়ঙ্কর দৃশ্য দেখলেন অনুব্রত, কড়া নির্দেশ পৌরসভার চেয়ারম্যানকে

দুবরাজপুর পৌরসভার তিন নম্বর ওয়ার্ডের নামোপাড়ায় অগ্রহায়নকালীর আয়োজন করা হয়েছে। এই কালীপুজো বহু প্রাচীন কালীপুজো। যে কারণে কালীপুজোকে নিয়ে সাধারণ মানুষদের মধ্যে রয়েছে আলাদা উদ্দীপনা। আর এবার এই উদ্দীপনাকে আরও একটু বাড়িয়ে দিলেন বীরভূম জেলা তৃণমূল কংগ্রেসের কোর কমিটির আহ্বায়ক অনুব্রত মণ্ডল। কেননা তিনিই ছিলেন এই বছরের পূজোর উদ্বোধক।

তবে পূজোর উদ্বোধন করতে গিয়ে তিনি ভয়ঙ্কর দৃশ্যের মুখোমুখি হন। মঞ্চে বক্তব্য রাখার সময় সেই সকল পরিস্থিতির কথা তার মুখ থেকে শোনা যায়। তিনি জানান, তিনি যে রাস্তা দিয়ে আসছিলেন সেই রাস্তা খারাপ আর তার পাশাপাশি রাস্তায় অনেক লাইট জ্বলছে না। গরিব এলাকা হওয়াই এই সকল চিত্র দেখে স্বাভাবিকভাবেই তার মগজ গরম হয়ে যায়।

আরও পড়ুনঃ সিউড়ির ফেসবুক মিট আপে বিরিয়ানি-মেডেল নিয়ে কাড়াকাড়ি! অন্যরকম মুহূর্তের সাক্ষী থাকলো সিউড়ি

মঞ্চে বক্তব্য রাখার সময়ই তিনি দুবরাজপুর পৌরসভার চেয়ারম্যান পীযুষ পান্ডেকে তাড়াতাড়ি রাস্তা সারাই এবং যথোপযুক্ত আলোর ব্যবস্থা করার নির্দেশ দেন। তিনি স্পষ্ট জানান, গরিব এলাকা বলে কি এখানকার মানুষের সুবিধা পাবে না! এছাড়াও তিনি এই এলাকাকে ঢেলে সাজানোর জন্য যতটা দরকার দুহাত তুলে দেবেন বলে জানিয়েছেন।