ভয়ঙ্কর খেলা হবে! খেলা শুরু হবে ১৭ তারিখ, শেষ হবে…! মন্ত্রীর সঙ্গে ভাষণে চমক অনুব্রতর

বিধানসভা নির্বাচন যত এগিয়ে আসছে ততই অনুব্রত মণ্ডল স্বমহিমায় ফিরছেন। বিভিন্ন মঞ্চে তাকে আক্রমণাত্মক একের পর এক মন্তব্য করতে দেখা যাচ্ছে। আর সবের পরিপ্রেক্ষিতে রাজনৈতিক মহলের একাংশ দাবি করছেন, ভাষণে ফিরছেন অনুব্রত।

অনুব্রত মণ্ডলের মুখ থেকে বুধবার ফের একবার খেলা হবে ভয়ংকর খেলা হবে এমন ভাষণ শোনা গেল। শুধু নিজে নয়, পাশাপাশি মন্ত্রী চন্দ্রনাথ সিংহকে সঙ্গে নিয়েও এমন হাসি-ঠাট্টায় আক্রমাত্মক ভাষণ শোনা গেল তার মুখ থেকে। মন্তব্যে অনুব্রত মণ্ডল বলেন, খেলা শুরু হবে ১৭ তারিখে, বীরভূমের টিম খেলবে আর ২৬ এর নির্বাচনের পর শেষ হবে খেলা। ভয়ংকর খেলা হবে।

আরও পড়ুনঃ মাথার ঘাম পায়ে ফেলে চাষ, আর তাতে আগুন! কী অসহায় পরিস্থিতি চাষীদের

বুধবার বোলপুরের কোপা টাইগার বীরভূম দলের আনুষ্ঠানিক উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত হয়েছিলেন মন্ত্রী চন্দ্রনাথ সিনহা, এসআরডিএ চেয়ারম্যান অনুব্রত মণ্ডল সহ অন্যান্যরা। সেখানেই এমন মন্তব্য করতে দেখা গেল মন্ত্রী চন্দ্রনাথ সিনহা এবং এসআরডিএ চেয়ারম্যান অনুব্রত মণ্ডলকে।