অনুব্রতর দিন শেষ! কেষ্টর বিরুদ্ধে কেস করা শিবঠাকুরকে বিরাট উপহার দিল তৃণমূল

নিজস্ব প্রতিবেদন : মনে পড়ে শিবঠাকুর মন্ডলকে (Shib Thakur Mondal)! যিনি দুবরাজপুরের বালিজুড়ি এলাকার বাসিন্দা। আশা করি মনে আছে এই ব্যক্তিকে। কেননা এই ব্যক্তি অনুব্রত মণ্ডলের বিরুদ্ধেই অভিযোগ এনেছিলেন। তিনি অভিযোগ এনেছিলেন, বিধানসভা ভোটের আগে দুবরাজপুরের তৃণমূল দলীয় কার্যালয়ে অনুব্রত মন্ডল (Anubrata Mondal) তাকে ডেকে টুটি টিপে ধরেছিলেন। তিনি বিজেপিতে যোগ দিতে চেয়েছিলেন এবং সেই মতো কথায় কথায় কথা কাটাকাটি শুরু হয় আর তখনই অনুব্রত তার টুটি চেপে ধরেছিলেন।

শিব ঠাকুর মন্ডল এমন অভিযোগ এনেছিলেন ঠিক সেই সময় যখন রাউজ অ্যাভিনিউ কোর্টের নির্দেশে গরু পাচার মামলায় অভিযুক্ত অনুব্রত মণ্ডলকে দিল্লি নিয়ে যাওয়ার তোড়জোড় শুরু হয়। এই মামলার পরিপ্রেক্ষিতে অনুব্রত মণ্ডলকে বীরভূমের দুবরাজপুর থানার পুলিশ গ্রেপ্তার করে এবং তাকে আসানসোল বিশেষ সংশোধনাগার থেকে আনা হয় দুবরাজপুরে। দুবরাজপুরে সাত দিন পুলিশি হেফাজতে থাকার পর ফের আসানসোলে নিয়ে যাওয়া হয় অনুব্রতকে।

এই ঘটনার পর রীতিমত শোরগোল পড়ে যায় রাজ্যজুড়ে। দলের একজন সাধারণ কর্মী কিভাবে জেলা সভাপতির বিরুদ্ধে এমন ভয়ঙ্কর অভিযোগ আনেন তা নিয়েই আলোচনার খামতি ছিল না। তবে সেই সময় শিব ঠাকুর মন্ডল একেবারেই গর্বের সঙ্গে বলেছিলেন, তিনিই প্রথম কোন ব্যক্তি যিনি অনুব্রত মণ্ডলের বিরুদ্ধে এমন অভিযোগ এনেছেন এবং তাকে গ্রেফতার করিয়েছেন।

সেই ঘটনাই দেখতে দেখতে মাস কয়েক কেটে যাওয়ার পর পঞ্চায়েত ভোট আসতেই দেখা গেল তৃণমূল শিব ঠাকুর মন্ডলকে বিরাট পুরস্কার দিলেন। পুরস্কার স্বরূপ শিব ঠাকুর মন্ডলের স্ত্রী লিপিকা মন্ডলকে তৃণমূলের প্রার্থী করা হয়েছে এবারের পঞ্চায়েত নির্বাচনে। মনোনয়ন দাখিলের শেষ দিনে লিপিকা মন্ডল দুবরাজপুর ব্লকে মনোনয়নপত্র জমা দেন শাসক দলের হয়ে।

দলীয় সূত্রে জানা যাচ্ছে, শিব ঠাকুর মন্ডলের স্ত্রী লিপিকা মন্ডল এবার ভোটে প্রতিদ্বন্দ্বিতা করবেন বালিজুরি গ্রাম পঞ্চায়েতের ১৬৫ নম্বর সংসদ থেকে। টিকিট পেয়ে লিপিকা মন্ডল জানিয়েছেন, তিনি দিদির ভক্ত এবং তৃণমূলকে ভালবাসেন। যে কারণেই দল তাকে প্রার্থী হিসেবে বেছে নিয়েছে এবং টিকিট দিয়েছে। টিকিট পেয়ে তিনি মনোনয়নপত্র দাখিল করেছেন।

তবে এমন ঘটনার পরিপ্রেক্ষিতে বিরোধী নেতাদের দাবি, তৃণমূল কেনই বা শিব ঠাকুর মন্ডলকে এমন পুরস্কার দেবে না! কেননা শিব ঠাকুর মন্ডলের জন্যই তো অনুব্রত মণ্ডলের তিহার যাত্রা বেশ কয়েকদিন পিছিয়ে যায়। যে কারণেই তৃণমূল শিব ঠাকুর মন্ডলকে পুরস্কার স্বরূপ তার স্ত্রীকে পঞ্চায়েত ভোটে টিকিট দিয়েছে।