দুবরাজপুর পৌরসভার ৫০ বছর পূর্তির সুবর্ণজয়ন্তী অনুষ্ঠানের শুভ সূচনা হলো বৃহস্পতিবার। এদিন অনুষ্ঠানের সূচনা করেন অনুব্রত মণ্ডল। এছাড়াও উপস্থিত ছিলেন সরকারি আইনজীবী মলয় মুখোপাধ্যায়, প্রাথমিক বিদ্যালয়ের বীরভূম চেয়ারম্যান প্রলয় নায়েক সহ অন্যান্যরা। অনুষ্ঠানের উদ্বোধনী মঞ্চে বক্তব্য রাখার সময় অনুব্রত মণ্ডল বলেন, দুবরাজপুরের আরো উন্নয়ন হোক এটাই বলবো, পৌর প্রধানকে। এর পাশাপাশি তিনি চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যানকে ঝগড়াঝাটি না করার বার্তা দেন। যেন উন্নয়নের জোয়ার বয়ে যায়, দুবরাজপুর মানুষের পাশে দাঁড়ানোর কথা বলতে শোনা যায় তাকে।
ঝগড়াঝাঁটি নয়! দুবরাজপুর পৌরসভার ৫০ বছর পূর্তি অনুষ্ঠানে এসে বার্তা অনুব্রতর
