‘শাস্তিটা ভালো হয়েছে’, হায়দ্রাবাদ প্রসঙ্গে মমতা ব্যানার্জীর উল্টোপথে অনুব্রত মণ্ডল

চন্দন কর্মকার : “খুব উপযুক্ত শাস্তি হয়েছে, যদি এরাই দোষ করে থাকে। মমতা ব্যানার্জি উনার মত বলেছেন, আর এটা আমার মত।

এমনই কথা শোনা গেল আজ সাঁইথিয়ার বনগ্রাম পঞ্চায়েতের তিলপাড়ায় আয়োজিত তৃণমূলের কর্মী সভায় বীরভূম জেলা তৃণমূল সভাপতি অনুব্রত মণ্ডলের মুখ থেকে। তৃণমূল সুপ্রিমো তথা রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির সম্পূর্ণ উল্টো পথে হাঁটলেন তিনি। প্রসঙ্গ গত কালকের হায়দ্রাবাদের পুলিশি এনকাউন্টার। গতকাল ভোররাতে পুলিশি এনকাউন্টার হওয়ার পর পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি একপ্রকার বিরোধিতা করে বলেছিলেন, “এটা আইন নয়, যে আইনকে আমি নিজের হাতে তুলে নিলাম। আইন এটাই, পুলিশ তার কাজ করবে, আদালতে পেশ করবে। বিচারক বিচারকের কাজ করবেন।”

কিন্তু আজ ঠিক কি বললেন অনুব্রত মণ্ডল? তৃণমূলের কর্মী সভার পর অনুব্রত মণ্ডল সাংবাদিকদের মুখোমুখি হলে হায়দ্রাবাদের পুলিশ এনকাউন্টার প্রসঙ্গে তাঁকে প্রশ্ন করা হয়। সেই প্রশ্নের উত্তরে তিনি বলেন, “অরিজিনাল এরাই যদি দোষী হয় তাহলে শাস্তিটা ভালো হয়েছে। খুব উপযুক্ত শাস্তি। ১০০ পার্সেন্ট সমর্থন করছি।” আর এরপরই তিনি মমতা ব্যানার্জির অন্য কথা বলা প্রসঙ্গে তিনি বলেন, “ওটা রাজ্যের ব্যাপার, হায়দ্রাবাদটা হচ্ছে অল ইন্ডিয়ার ব্যাপার, অল ইন্ডিয়ার ব্যাপারে যা বলেন মমতা ব্যানার্জি বলেন। সেখানে মমতা ব্যানার্জি তাঁর ব্যক্তিগত মত বলবেন। আর আমার ব্যক্তিগত মত হচ্ছে, ওরাই যদি দোষী হয় তাহলে ভালো করেছে।”

প্রসঙ্গত, আজকের এই সভায় তৃণমূলের বেশকিছু প্রধানের অন্যায় করার প্রসঙ্গ স্বীকার করে নেন অনুব্রত মণ্ডল। এই সভাতেই আজ বিজেপি ছেড়ে প্রায় ২০০০ কর্মী তৃণমূলে যোগদান করে বলে দাবি ও করে তৃণমূল।